পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

BCCI Best Cricketers in 2022: তিন ফরম্যাটে সেরাদের তালিকা প্রকাশ বিসিসিআই’র, টেস্ট ও টি-20’তে সেরা ঋষভ-সূর্য - ঋষভ পন্থ

বিসিসিআই 2022 সালে আন্তর্জাতিক স্তরে তিন ফরম্যাটে সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে (BCCI Released List of Best Cricketers in 2022) ৷ সেরা হলেন সূর্যকুমার যাদব, ভুবনেশ্বর কুমার, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরা ৷

BCCI Best Cricketers in 2022 ETV BHARAT
তিন ফরম্যাটে সেরাদের তালিকা প্রকাশ বিসিসিআই-এর

By

Published : Jan 1, 2023, 1:49 PM IST

মুম্বই, 1 জানুয়ারি: 2022 সালের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল বিসিসিআই (BCCI Released List of Best Cricketers in 2022) ৷ টেস্ট, ওয়ান ডে ও টি-20 ফরম্যাটে সেরা ব্যাটার এবং বোলারদের তালিকা প্রকাশ করা হয়েছে ৷ টেস্টে ব্যাটিংয়ের দিক থেকে সেরা ঋষভ পন্থ ৷ 2022 সালে টেস্টে সেরা বোলার হয়েছে জসপ্রীত বুমরা ৷ ওয়ান ডে ক্রিকেটে বিসিসিআই-এর সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৷ আর টি-20 আন্তর্জাতিকে সেরা ব্যাটার হয়েছেন সূর্যকুমার যাদব (Surya kumar Yadav) এবং সেরা বোলার হয়েছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ৷

ক্রিকেটের তিন ফরম্যাটে বিসিসিআই-এর 2022 সালের সেরা ক্রিকেটারদের তালিকায় (BCCI Best Cricketers in 2022) ভারতীয় দলের 6 জন খেলোয়াড় জায়গা করে নিলেন ৷ টেস্ট ক্রিকেটে সেরা ব্যাটার হয়েছেন ভারতীয় দলের উইকেট-কিপার ঋষভ পন্থ (Rishabh Pant) ৷ তিনি 2022 সালে 7 টেস্টে 680 রান করেছেন ৷ এর মধ্যে 146 রানের ইনিংস খেলেছেন ঋষভ ৷ 2022 সালে ঋষভের 2 টি সেঞ্চুরি এবং 4 টি হাফ সেঞ্চুরি রয়েছে ৷ গড় 61.81 ৷

সেরা টেস্ট বোলার হয়েছেন জসপ্রীত বুমরা (Jaspreet Bumrah) ৷ 5 টেস্টে মোট 22টি উইকেট নিয়েছেন এই ভারতীয় পেসার ৷ 2022 সালে এক ইনিংসে 5 উইকেট নিয়েছেন 2 বার ৷ যার মধ্যে সেরা বোলিং 24 রান দিয়ে 5 উইকেট ৷ ম্যাচে সেরা বোলিং 47 রান দিয়ে 8 উইকেট ৷ 2022 সালে বুমরার বোলিং গড় ছিল 20.31 ৷ উল্লেখ্য শিরদাঁড়ার চোটের কারণে শেষ কয়েকটি টেস্টে খেলতে পারেননি ভারতীয় দলের বোলিং সেনসেশনাল ৷

সেরা ওয়ান ডে ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন শ্রেয়স আইয়ার এবং মহম্মদ সিরাজ ৷ 2022 সালে শ্রেয়স আইয়ার ভারতের জার্সিতে 17 ম্যাচে 724 করেছেন ৷ তার মধ্যে আছে 113 রানের অপরাজিত থাকার ইনিংসটিও ৷ 1 সেঞ্চুরি ও 6 টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ ব্যাটিং গড় 55.69 শতাংশ ৷

আরও পড়ুন:এয়ারলিফ্ট করে দিল্লি আনা হতে পারে ঋষভকে, জানালেন ডিডিসিএ’র ডিরেক্টর

ওয়ান ডে ক্রিকেটে বিসিসিআই-এর সেরা বোলার হয়েছেন মহম্মদ সিরাজ ৷ তিনি 15 ম্যাচ খেলে মোট 24 উইকেট নিয়েছেন ৷ সেরা বোলিং, 29 রান দিয়ে 3 উইকেট ৷ সিরাজের বোলিং গড় 23.5, স্ট্রাইক রেট 30.5 ও বোলিং ইকনমি 4.62 ৷

টি-20 ক্রিকেটে বিসিসিআই-এর সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব এবং ভুবনেশ্বর কুমার ৷ সূর্যকুমার যাদব ভারতের জার্সিতে 2022 সালে স্বপ্নের ফর্মে ছিলেন ৷ বিশেষত টি-20 আন্তর্জাতিকে তাঁর পারফর্মেন্স অন্যান্য দলের ক্রিকেটারদের তুলনাতেও সবচেয়ে ভালো ৷ যার ফলে আইসিসি টি-20 ব়্যাঙ্কিংয়ে 1 নম্বর জায়গা দখল করেছেন তিনি ৷ সূর্যকুমার যাদব 2022 সালে 31টি টি-20 ম্যাচে 1164 রান করেছেন ৷ সেরা ব্যাটিং পারফর্মেন্স 117 রান ৷ 2টি সেঞ্চুরি ও 9টি হাফ সেঞ্চুরি করেছেন স্কাই ৷ ব্যাটিং গড় 46.56 ৷

বিসিসিআই-এর মতে সেরা টি-20 বোলার হয়েছেন ভুবনেশ্বর কুমার ৷ তিনি 32 ম্যাচে 37 উইকেট নিয়েছেন ৷ সেরা বোলিং মাত্র 4 রান দিয়ে 5 উইকেট ৷ তাঁর বোলিং গড় 19.56, স্ট্রাইক রেট 16.8 ও বোলিং ইকনমি 6.98 ৷

ABOUT THE AUTHOR

...view details