পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav Praises Jhulan: 'সানা ক্রিকেটার হলে ঝুলনের মতো হওয়ার পরামর্শ দিতাম', চাকদা এক্সপ্রেসের প্রশংসায় মহারাজ - চাকদা এক্সপ্রেসের প্রশংসায় মহারাজ

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, "ঝুলন একজন কিংবদন্তি । মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ওর । আমি দারুণ খুশি কারণ, ও ভালো পারফর্ম করছে । সানা যদি ক্রিকেটার হতে চাইত, তবে আমি ওকে ঝুলনের মতো হতে বলতাম । কী অসাধারণ কেরিয়ার (Sourav Ganguly praises Jhulan Goswami ) ।"

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 22, 2022, 8:25 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: অবসর নিতে চলেছেন ঝুলন গোস্বামী । বাংলার এই পেসার শেষ ম্যাচ খেলবেন ক্রিকেটের মক্কায়, ইংল্যান্ডের বিরুদ্ধে । লর্ডসের সেই ম্যাচের আগে ঝুলনকে প্রশংসায় ভরিয়ে দিলেন আরেক বাঙালি কিংবদন্তি (BCCI President Sourav Ganguly)। শুধু তাই নয়, তাঁর মেয়ে সানা যদি ক্রিকেটার হতে চাইতেন, তবে তাঁকে ঝুলনের মতো হওয়ার পরামর্শ দিতেন বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । কলকাতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বোর্ড সভাপতি বলেন, "ঝুলন একজন কিংবদন্তি । মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ওর । আমি দারুণ খুশি কারণ, ও ভালো পারফর্ম করছে । দলটাও ভালো খেলছে । বাংলার মেয়ে চাকদা থেকে উঠে এসেছে । আমার সঙ্গেও দারুণ সম্পর্ক । সানা যদি ক্রিকেটার হতে চাইত, তবে আমি ওকে ঝুলনের মতো হতে বলতাম । কী অসাধারণ কেরিয়ার (Sourav Ganguly praises Jhulan Goswami ) ।"

মহিলাদের ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝুলনের সঙ্গে অনেক বিষয় আলোচনা করেছেন বলে জানালেন বোর্ড সভাপতি । সৌরভ বলেন, "ঝুলন-হরমনপ্রীতের সঙ্গে মেয়েদের ক্রিকেটের উন্নতি নিয়ে অনেক কথা হয় । আমি ঝুলনের জন্য খুব খুশি । 40-এর কাছাকাছি বয়স হলেও যেভাবে দাপিয়ে খেলে গেল তা অসাধারণ ।" প্রিয় লর্ডসেই নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন ঝুলন, আর তাই আরও বেশি খুশি সৌরভ ।

হরমনপ্রীত কউরদের প্রশংসাও শোনা গেল বোর্ড সভাপতির গলায় । ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতা মহিলা দলকে প্রশংসায় ভরিয়ে দিলেন সৌরভ । তিনি বলেন, "বিদেশ সফরে গিয়ে সিরিজ জিতছে । ভারতের মেয়েরা ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দু'টো ম্যাচ জিতল । দারুণ খেলছে ।" তবে কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের মেয়েদের হারটা এখনও মন থেকে মেনে নিতে পারছেন না সৌরভ । তিনি বলেন, "ওই ম্যাচটা যে কী করে হারল কে জানে ? ভারতের মেয়েদের হাতেই ছিল ম্যাচটা । তবে ফাইনালে গিয়েছে । ভাল খেলেছে এটা বলতেই হবে ।"

চাকদা এক্সপ্রেসের প্রশংসায় মহারাজ

আরও পড়ুন: পারফরম্যান্স নিয়ে রোহিতদের সঙ্গে কথা হয়েছে, জানালেন মহারাজ

বিসিসিআইয়ের পক্ষ থেকে মেয়েদের ক্রিকেটে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি । তার জেরেই এই সাফল্য বলে মনে করেন সৌরভ । তিনি বলেন, "আমরা বিসিসিআইয়ের পক্ষ থেকে অনেক জোর দিয়েছি মেয়েদের ক্রিকেটে । সারা বছর প্রচুর ম্যাচ খেলা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details