কলকাতা, 22 সেপ্টেম্বর: অবসর নিতে চলেছেন ঝুলন গোস্বামী । বাংলার এই পেসার শেষ ম্যাচ খেলবেন ক্রিকেটের মক্কায়, ইংল্যান্ডের বিরুদ্ধে । লর্ডসের সেই ম্যাচের আগে ঝুলনকে প্রশংসায় ভরিয়ে দিলেন আরেক বাঙালি কিংবদন্তি (BCCI President Sourav Ganguly)। শুধু তাই নয়, তাঁর মেয়ে সানা যদি ক্রিকেটার হতে চাইতেন, তবে তাঁকে ঝুলনের মতো হওয়ার পরামর্শ দিতেন বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । কলকাতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বোর্ড সভাপতি বলেন, "ঝুলন একজন কিংবদন্তি । মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ওর । আমি দারুণ খুশি কারণ, ও ভালো পারফর্ম করছে । দলটাও ভালো খেলছে । বাংলার মেয়ে চাকদা থেকে উঠে এসেছে । আমার সঙ্গেও দারুণ সম্পর্ক । সানা যদি ক্রিকেটার হতে চাইত, তবে আমি ওকে ঝুলনের মতো হতে বলতাম । কী অসাধারণ কেরিয়ার (Sourav Ganguly praises Jhulan Goswami ) ।"
মহিলাদের ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝুলনের সঙ্গে অনেক বিষয় আলোচনা করেছেন বলে জানালেন বোর্ড সভাপতি । সৌরভ বলেন, "ঝুলন-হরমনপ্রীতের সঙ্গে মেয়েদের ক্রিকেটের উন্নতি নিয়ে অনেক কথা হয় । আমি ঝুলনের জন্য খুব খুশি । 40-এর কাছাকাছি বয়স হলেও যেভাবে দাপিয়ে খেলে গেল তা অসাধারণ ।" প্রিয় লর্ডসেই নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন ঝুলন, আর তাই আরও বেশি খুশি সৌরভ ।