পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav Ganguly : লর্ডসে ভারতের থ্রিলার জয়, বিরাট প্রশংসা সৌরভের - সৌরভ গাঙ্গুলি

লর্ডসের গ্যালারিতে বসে বিরাট কোহলিদের অবিশ্বাস্য জয়ে ঘোর কাটছে না বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ ভারতীয় দলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি ৷

Sourav Ganguly
Sourav Ganguly

By

Published : Aug 17, 2021, 6:54 AM IST

লন্ডন, 17 অগস্ট : ঐতিহাসিক লর্ডসের মাঠে জয়ের মাধুর্য্যই আলাদা ৷ এই অনুভূতিটা খুব ভালভাবেই জানেন প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর লর্ডস মানেই বারবার ঘুরে ফিরে আসে 2002 সালের সেই দিনটা ৷ ন্যাটওয়েস্ট ট্রফিতে দারুণ এক জয়ের পর আনন্দে জার্সি উড়িয়েছিলেন তৎকালীন অধিনায়ক ৷ সোমবার বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সেই লর্ডসে 151 রানে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের জয় চুটিয়ে উপভোগ করলেন সৌরভ ৷ ভারতীয় দলের দলগত পারফরম্যান্সে মুগ্ধ তিনি ৷

লর্ডস টেস্টটা কোনওভাবেই মিস করতে চাননি সৌরভ ৷ তাই টেস্টের প্রথমদিন থেকেই গ্যালারিতে তাঁর উপস্থিতি দেখা গিয়েছে ৷ খুব কাছ থেকে ভারতীয় দলের এই জয় দেখে টুইটারে তিনি লিখলেন, "ভারতীয় দলের দারুণ জয় ৷ টিমের মধ্যে দারুণ মানসিকতা এবং সাহসিকতা দেখলাম ৷ দলের প্রতিটি সদস্যের ক্ষেত্রে এটা বলা যায় ৷ এত কাছ থেকে রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অনুভূতিটাই আলাদা ৷"

সেই সাতবছর আগে লর্ডসে শেষবার টেস্টে জয় পেয়েছিল ভারত ৷ তারপর ক্রিকেটের মক্কা থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ৷ এবারও মনে হচ্ছিল খালি হাতেই ফিরতে হবে বিরাটদের ৷ অন্তত পঞ্চমদিনের গতিপ্রকৃতি সেদিকেই ইঙ্গিত দিচ্ছিল ৷ চতুর্থ দিনের শেষে 181 রানে ছয়টি উইকেট হারিয়ে ফেলেছিল ভারত ৷ পঞ্চমদিনের শুরুতেই ভারতের লেজ ছেঁটে জয়ের জন্য ঝাঁপানোর লক্ষ্য ৷ তৈরি হয়েই নেমেছিল রুটের দল ৷ পঞ্চমদিনে 22 রান করে ঋষভ পন্থ আউট হয়ে যান ৷ ইশান্ত শর্মা যখন আউট হলেন তখন 209 রান যোগ হয়েছে ভারতের খাতায় ৷ এরপরই আসে আসল টুইস্ট ৷ চাপের মুখে নিজেদের ব্যাটিং সত্ত্বা বের করে আনলেন মহম্মদ সামি এবং জসপ্রীত বুমরা ৷ নবম উইকেটে এই জুটি 298 রানে পৌঁছে দেয় ভারতকে ৷ লড়াই করার মতো পুঁজি পেয়ে যায় টিম ইন্ডিয়া ৷

আরও পড়ুন : India VS England, 2nd Test : বুমরা, সিরাজদের দাপট; লর্ডসে উড়ল ভারতের বিজয়কেতন

এরপরের কাজটা বল হাতে সম্পন্ন করলেন মহম্মদ সিরাজ়, জসপ্রীত বুমরারা ৷ থ্রি লায়ন্সদের প্রাণভোমরা ক্যাপ্টেন জো রুটকে ক্রিজে বেশিক্ষণ টিকতে দিলেন না ৷ আর সেখানেই বাজিমাত ৷ রুট উপড়াতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংরেজরা ৷ 120 রানে ইংল্যান্ডকে গুটিয়ে দিয়ে 151 রানে লর্ডসে জয়ধ্বজা উড়িয়েছে ভারতীয় দল ৷

ABOUT THE AUTHOR

...view details