পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

BCCI postpones Ranji Trophy : ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রঞ্জি ট্রফি

করোনার দাপট বেড়েছে । ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ৷ ফলে ঘরোয়া লিগগুলি সাময়িকভাবে স্থগিত রাখার পথে হাঁটল ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (BCCI postpones Ranji Trophy) ।

BCCI postpones Ranji Trophy
অনির্দিষ্টকালের জন্য স্থগিত রঞ্জি ট্রফি

By

Published : Jan 4, 2022, 10:37 PM IST

মুম্বই, 4 জানুয়ারি :করোনার তৃতীয়ে ঢেউয়ে আক্রান্ত গোটা দেশ ৷ প্রতিটি রাজ্যেই রোজই চড়ছে কোভিড-গ্রাফ ৷ যার জেরে ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে আই লিগ ৷ এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল রঞ্জি ট্রফি-সহ অন্যান্য ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টও ৷

বিসিসিআই-এর পক্ষ থেকে মঙ্গলবার জানিয়ে দেওয়া হল, করোনা সংক্রমণের উত্তরোত্তর বৃদ্ধিতে রঞ্জি ট্রফি, কর্নেল সিকে নাইডু ট্রফি এবং সিনিয়র মহিলা টি-টোয়েন্টি লিগ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যদিও ইতিমধ্যেই শুরু হওয়া কোচবিহার ট্রফি নির্ধারিত সূচি অনুযায়ীই হবে (ongoing Cooch Behar Trophy will continue as scheduled) ৷

আরও পড়ুন : I-League 2021-22 : রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, ছ'সপ্তাহ পিছিয়ে গেল আই লিগ

চলতি মাসেই রঞ্জি ট্রফি এবং সিকে নাইডু ট্রফি শুরু হওয়ায় কথা ছিল ৷ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল মহিলা টি-টোয়েন্টি লিগেরও ৷ বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির মূল্যায়ণ চালিয়ে যাবে তারা ৷ সেই অনুযায়ী টুর্নামেন্ট শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details