মুম্বই, 25 মার্চ : মেয়েদের আইপিএল শুরু হবে কবে ? বিগত কয়েক মরশুম ধরে অনুরাগীদের এই প্রশ্ন নাজেহাল করে তুলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে ৷ অবশেষে শুক্রবার দেশের ক্রিকেট অনুরাগীদের সেই প্রশ্নের উত্তর দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আগামী বছর অর্থাৎ 2023 থেকে পুরুষদের পাশাপাশি দিনের আলো দেখবে মহিলা আইপিএলও ৷ পাঁচ থেকে ছ'টি দল অংশগ্রহণ করবে সেই টুর্নামেন্টে (BCCI is planning to organize five or six teams Women's IPL from 2023) ৷ 2022 আইপিএল শুরুর ঠিক আগের সন্ধ্যায় আইপিএল গভর্নিং কমিটির সঙ্গে বৈঠকে জানালেন বোর্ড সভাপতি ৷
বিসিসিআই'য়ের আসন্ন বার্ষিক সাধারণ সভায় অনুমোদন পেতে হবে প্রস্তাবটি ৷ তাহলেই আগামী বছর মেয়েদেরও আইপিএল দেখবে ক্রিকেট অনুরাগীরা ৷ এদিন বৈঠক শেষে জানান সৌরভ ৷ এদিন আইপিএল গভর্নিং কমিটির সঙ্গে বৈঠকের পর সৌরভ বলেন, "আগামী বছর থেকে পুরোদমে মেয়েদের আইপিএল শুরুর ভাবনায় রয়েছে বোর্ড ৷ বার্ষিক সাধারণ সভায় প্রস্তাব গৃহীত হলেই সিলমোহর পড়বে তাতে ৷"