পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সৈয়দ মুস্তাক আলি দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করেতে চাইছে বিসিসিআই

মহিলাদের জন্য শুধুমাত্র জাতীয় ওয়ানডে মিট আয়োজন করা হবে ৷ ভারত জুড়ে করোনা প্যালনডেমিকের দ্বিতীয় ঢেউের কথা মাথায় রেখেও বিসিসিআই আশাবাদী বয়স ভিত্তিক পুরুষ ও মহিলাদের ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে পারবে ৷

ঘরোয়া ক্রিকেট শুরু করেতে চাইছে বিসিসিআই
ঘরোয়া ক্রিকেট শুরু করেতে চাইছে বিসিসিআই

By

Published : Apr 17, 2021, 7:09 PM IST

নয়াদিল্লি, 17 এপ্রিল : সেপ্টেম্বরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ এছাড়া রণজি ট্রফির জন্য তিন মাসের উইন্ডোও তৈরি করেছে বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটি ৷

শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল ৷ তারপরই ঠিক করা হয় এইবার ক্যালেন্ডারে দীলিপ ট্রফি, দেওধর ট্রফি ও ইরানি কাপ হচ্ছে না ৷ করোনা ভাইরাস প্যানডেমিকের কথা মাথায় রেখে সংক্ষিপ্ত ফর্ম্যাটে শুধুমাত্র সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট ও বিজয় হাজারে ট্রফি খেলা হবে ৷

মহিলাদের জন্য শুধুমাত্র জাতীয় ওয়ানডে মিট আয়োজন করা হবে ৷ ভারত জুড়ে করোনা প্যালনডেমিকের দ্বিতীয় ঢেউের কথা মাথায় রেখেও বিসিসিআই আশাবাদী বয়স ভিত্তিক পুরুষ ও মহিলাদের ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে পারবে ৷

টি-20 আন্তর্জাতিক বিশ্বকাপের আসর বসছে ভারতে ৷ এছাড়া আছে আইপিএলের মেগা নিলাম ৷ তাই স্টক হোল্ডাররা চাইছেন ঘরোয়া সাদা বলের দুটি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরু হোক মধ্য সেপ্টম্বর থেকে অক্টোবর পর্যন্ত ৷ ও বিজয় হাজারে ট্রফি হোক নভেম্বর থেকে ৷

আরও পড়ুন : ওয়ার্নের ‘‘শতাব্দীর সেরা বল’’ ফের মনে করালেন পারকিংসন

87 বছরের ইতিহাসে প্রথম বার ভারতের ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট রণজি ট্রফি স্থগিত রাখতে হয় গত বছর ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details