নয়াদিল্লি, 17 এপ্রিল : সেপ্টেম্বরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ এছাড়া রণজি ট্রফির জন্য তিন মাসের উইন্ডোও তৈরি করেছে বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটি ৷
শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল ৷ তারপরই ঠিক করা হয় এইবার ক্যালেন্ডারে দীলিপ ট্রফি, দেওধর ট্রফি ও ইরানি কাপ হচ্ছে না ৷ করোনা ভাইরাস প্যানডেমিকের কথা মাথায় রেখে সংক্ষিপ্ত ফর্ম্যাটে শুধুমাত্র সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট ও বিজয় হাজারে ট্রফি খেলা হবে ৷
মহিলাদের জন্য শুধুমাত্র জাতীয় ওয়ানডে মিট আয়োজন করা হবে ৷ ভারত জুড়ে করোনা প্যালনডেমিকের দ্বিতীয় ঢেউের কথা মাথায় রেখেও বিসিসিআই আশাবাদী বয়স ভিত্তিক পুরুষ ও মহিলাদের ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে পারবে ৷