পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Stadiums Renovation by BCCI: বিশ্বকাপের আগে 500 কোটি টাকায় 5টি স্টেডিয়ামের সংস্কার করবে বিসিসিআই - Eden Gardens

বিশ্বকাপের আগে দেশের পাঁচটি বড় স্টেডিয়ামের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেছেন দর্শকরা ৷ আর তাতেই নড়চড়ে বসেছে বিসিসিআই ৷ বিশ্বকাপের পাঁচটি ভেন্যুর ব্যাপক সংস্কার করাতে 500 কোটি টাকা খরচ করছে বোর্ড ৷

Stadiums Renovation by BCCI ETV BHARAT
Stadiums Renovation by BCCI

By

Published : Apr 11, 2023, 6:21 PM IST

মুম্বই, 11 এপ্রিল: আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতে আয়োজিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ ৷ তার আগে অন্তত 5টি বড় স্টেডিয়ামের ব্যাপক সংস্কারের পরিকল্পনা নিয়েছে বিসিসিআই ৷ আর তার জন্য 500 কোটির বেশি খরচ করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ আর এর মূলে স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা দর্শকদের অভিযোগ ৷ কোনও স্টেডিয়ামে নোংরা শৌচাগার ৷ আবার কোথাও বসার আসন এবং স্টেডিয়ামের ভিতরে নোংরা পড়ে থাকার অভিযোগ ৷ এমনই একাধিক স্টেডিয়াম নিয়ে দর্শকদের অভিযোগের ভিত্তিতে এবার ব্যাপক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ৷

জানা গিয়েছে, প্রথম পাঁচটি স্টেডিয়ামের মধ্যে সবার উপরে রয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ৷ গত মাসে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের সময় একাধিক দর্শক সোশাল মিডিয়ায় অরুণ জেটলি স্টেডিয়ামের শৌচালয় নিয়ে অভিযোগ করেছিলেন ৷ অভিযোগ করা হয়েছিল, স্টেডিয়ামের শৌচালয়গুলি খুবই নোংরা হয়ে রয়েছে ৷ ম্যাচ চলাকালীন সাফাইয়ের ব্যবস্থাও ছিল না ৷ সংবাদ সংস্থা পিটিআই-এর হাতে আসা তালিকা অনুযায়ী হায়দরাবাদ, কলকাতা, মোহালি এবং মুম্বই সেই তালিকায় রয়েছে ৷

গত মাসে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান-ডে’র আগে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংস্কারের কাজ হয়েছে ৷ এক দর্শক অভিযোগ করেছিলেন, স্টেডিয়ামের পরিচ্ছন্নতা বলে কিছুই নেই ৷ তার পরেই বোর্ডের তরফে ওয়াংখেড়ে স্টেডিয়ামের সংস্কার করা হয় ৷ বোর্ডের তরফে এই পাঁচ স্টেডিয়ামের সংস্কারের জন্য প্রায় 500 কোটি টাকা খরচ হবে ৷ স্টেডিয়াম পিছু প্রায় 100 কোটি টাকা করে দেওয়া হচ্ছে রাজ্য সংস্থাগুলিকে ৷

আরও পড়ুন:মেয়েকে হুমকি, বিরাট-অনুষ্কার সম্মতিতে মামলা খারিজ আদালতের

দিল্লির জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ হায়দরাবাদের জন্য 117 কোটি 17 লক্ষ টাকা ৷ কলকাতার ইডেন গার্ডেন্সের জন্য 127 কোটি 47 লক্ষ টাকা ৷ মোহালি স্টেডিয়ামের সংস্কারের জন্য 79 কোটি 46 লক্ষ টাকা এবং ওয়াংখেড়ের জন্য 78 কোটি 82 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ 46 দিনের আইসিসি বিশ্বকাপে মোট 48টি ম্যাচ খেলা হবে ৷ এর জন্য ভারতের 12টি স্টেডিয়ামকে বাছা হয়েছে ম্যাচ আয়োজনের জন্য ৷ সেই তালিকায় রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট, মুম্বই এবং আমেদাবাদ ৷ আর আমেদাবাদে সম্ভবত ফাইনাল ম্যাচ খেলা হবে দর্শক আসনের নিরিখে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details