কলকাতা, 4 ডিসেম্বর : শনিবার বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরে বসেছিল বিসিসিআই'য়ের বার্ষিক সাধারণ সভা (BCCI Annual General Meeting held in Kolkata on Saturday) ৷ করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আবহে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের চূড়ান্ত রূপরেখা তৈরির বিষয়টি তো ছিলই, পাশাপাশি এদিন কলকাতায় বোর্ডের বার্ষিক গৃহীত হল বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷
BCCI AGM : বোর্ডের বার্ষিক সভায় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি গৃহীত হল - BCCI Annual General Meeting held in Kolkata on Saturday
শনিবার বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরে বসেছিল বিসিসিআই'য়ের বার্ষিক সাধারণ সভা (BCCI Annual General Meeting held in Kolkata on Saturday) ৷ এদিন কলকাতায় বোর্ডের বার্ষিক সভায় গৃহীত হল বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷
বোর্ডের বার্ষিক সভায় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি গৃহীত হল
একনজরে দেখে নেওয়া যাক গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি :
- 1.ব্রিজেশ প্যাটেল এবং এমকেজে মজুমদারকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হল এদিনের সভায় ৷
- 2.ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে আইপিএল গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত হলেন প্রজ্ঞান ওঝা ৷
- 3.ম্যাচ অফিসিয়াল এবং সাপোর্ট স্টাফেদের বয়সের সীমা বাড়ানো হল পাঁচ বছর ৷ ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে এখন থেকে 65 বছরেও ম্যাচ পরিচালনা করতে পারবেন অফিসিয়ালরা ৷
- 4.উত্তর-পূর্ব রাজ্যগুলির সঙ্গে বিহার, পুদুচেরি, উত্তরাখণ্ডে পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হল এদিনের সভায় ৷
- 5.ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের পরিবর্তিত দিনক্ষণ চূড়ান্ত হল এদিনের সভায় ৷ প্রোটিয়াদের দেশে তিন ম্যাচের টেস্ট এবং সমসংখ্যক ম্যাচের ওডিআই খেলবে টিম ইন্ডিয়া ৷ যা শুরু হবে 26 ডিসেম্বর বক্সিং-ডে টেস্ট দিয়ে ৷
TAGGED:
BCCI AGM