পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

BCCI Selectors Salary: নির্বাচকদের বেতন বাড়াতে চলেছে বিসিসিআই

দেশের নামী প্রাক্তন ক্রিকেটররা নির্বাচক কমিটিতে আসুন, এমনটাই চাইছে বিসিসিআই ৷ তাঁদের বেতন বৃদ্ধির বিষয়েও আলোচনা চলছে ৷ লিখছেন ইটিভি ভারতের সঞ্জীব গুহ ৷

By

Published : Jun 30, 2023, 11:07 PM IST

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 30 জুন:ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের বেতন বাড়তে চলেছে ৷ ঠিক কত পরিমাণ বেতন বাড়বে এই নির্বাচকদের তা এখনও স্থির না-হলেও এই বিষয়টি মোটামুটি ঠিক হয়ে গিয়েছে বলেই বিসিসিআই সূত্রে খবর ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র ইটিভি ভারত-কে জানিয়েছে, জাতীয় নির্বাচকদের এই বেতন বৃদ্ধির বিষয়টি কার্যকর করার জায়গগয় রয়েছে, তবে কী পরিমাণ বেতন বাড়বে তা এখনও ঠিক করা হয়নি ৷

কিন্তু কেন নির্বাচকদের এই বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ভাবছে বিসিসিআই ?

সূত্রের খবর, বোর্ড চায় দেশের নামী প্রাক্তন ক্রিকেটররা আরও বেশি করে নির্বাচক পদে আসুন, আর তাঁদের এই বিষয়ে আগ্রহী করে তুলতেই এই বেতন বৃদ্ধির বিষয়টি ভাবা হচ্ছে ৷

বর্তমানে প্রতি বছর 30 লক্ষ টাকা করে বেতন পান ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা ৷ নির্বাচন কমিটির চেয়্যারম্যান বছরে 1 কোটি টাকা পান ৷ ভবিষ্যতে এই অঙ্কই আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ জল্পনা চলছে, নির্বাচকদের এই বেতন বৃদ্ধি এক ধাক্কায় দ্বিগুণ করা হতে পারে ৷ এমনটা হলে নামী খেলোয়াড়দেরও হয়তো ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটিতে দেখা যাবে ৷

উল্লেখ্য, স্টিং অপারেশন বিতর্কে জড়িয়ে কয়েক মাস আগেই জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে ইস্তাফা দিয়েছেন চেতন শর্মা ৷ কিন্তু তাঁর ছেড়ে যাওয়া পদটির জন্য এখনও কোনও ক্রিকেটর আবেদন জানাননি ৷ ফাঁকা রয়েছে সেই পদ ৷ চেতন শর্মা সরে যাওয়ার পর বর্তমানে নির্বাচন কমিটিতে চার জন রয়েছেন ৷ তাঁরা হলেন, শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা ও শ্রীধরন শরৎ ৷ বর্তমান কমিটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন শিবসুন্দর দাস ৷

আরও পড়ুন: বিসিসিআই-এর প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে আগরকর-মনিন্দর

চেতন শর্মার ছেড়ে যাওয়া পদের জন্য প্রাক্তন ক্রিকেটর অজিত আগারকর এগিয়ে রয়েছেন বলে খবর ৷ এছাড়াও মনিন্দর সিং এর নামও শোনা যাচ্ছে ৷ যদিও এই নিয়ে বোর্ডের তরফে কেউ মুখ খোলেননি ৷

ABOUT THE AUTHOR

...view details