মুম্বই, 31 অক্টোবর: টানা ম্যাচ খেলার ধকল এড়াতে রোটেশন পদ্ধতির প্রয়োগ ভারতীয় ক্রিকেট ৷ অস্ট্রেলিয়ার মাটিতে কুড়ি-বিশের মহারণের মধ্যেই আসন্ন নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সফরের জন্য দলঘোষণা করল বিসিসিআই (BCCI) ৷ রোটেশন মেনে বিশ্বকাপ পরবর্তী নিউজিল্যান্ড সফরে ভারতের টি-20 দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik to lead india in NZ) ৷ কারণ, ওই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ৷ কিউয়িদের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে রোহিত-কোহলির সঙ্গে বিশ্রামে যাচ্ছেন পান্ডিয়াও ৷ ভারতীয় দল খেলবে শিখর ধাওয়ানের নেতৃত্বে (BCCI has picked the squads for upcoming New Zealand and Bangladesh tour) ৷
টি-20 বিশ্বকাপের পর রোহিত-কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে ৷ সেখানে 3 ম্যাচের ওয়ান-ডে এবং দু'ম্যাচের টেস্ট সিরিজে আবার নেতৃত্বে ফিরছেন রোহিত শর্মা ৷ দলে ফিরছেন বিরাট কোহলিও ৷ পাশাপাশি নিউজিল্যান্ড সফরে বিশ্রামে থাকা কেএল রাহুলও রোহিতের ডেপুটি হিসেবে ফিরছেন বাংলাদেশের বিরুদ্ধে ৷ রাহুল না-থাকায় নিউজিল্যান্ড সফরে দু'টি ফরম্য়াটেই হার্দিকের ডেপুটির দায়িত্ব সামলাবেন ঋষভ পন্থ ৷ কিউয়িদের বিরুদ্ধে 16 সদস্যের টি-20 স্কোয়াড থেকে বাদ পড়েছেন দীনেশ কার্তিক ৷
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট সারিয়ে প্রত্যাবর্তন করছেন ইউটিলিটি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja returns in test squad) ৷ যদিও টেস্টের আগে ওয়ান-ডে সিরিজে তাঁর প্রত্যাবর্তনের বিষয়টি নির্ভর করছে ফিটনেসের উপর ৷ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন হনুমা বিহারী ৷ পন্থের পাশাপাশি পড়শি দেশে লাল বলের সিরিজে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে যাচ্ছেন কেএস ভরত ৷ তাসকিনদের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজের দলে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি ঘটেছে রজত পতিদার এবং যশ দয়ালের ৷
আরও পড়ুন:অস্ট্রেলিয়ার হোটেলে বিরাটের গোপনীয়তায় আক্রমণ ! ভাইরাল ভিডিয়োয় ক্ষিপ্ত অনুষ্কা