আমেদাবাদ, 1 ফেব্রুয়ারি: পূর্ব নির্ধারিত সূচি মেনে বুধবার প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হল টি-20'তে বিশ্বজয়ী অনূর্ধ্ব-19 মেয়েদের (BCCI felicitates World Cup Winning u-19 Womens Team) ৷ সচিন তেন্ডুলকরের উপস্থিতিতে এদিন বোর্ডের ঘোষিত 5 কোটি টাকা পুরস্কারমূল্যের চেক গ্রহণ করেন অধিনায়ক শেফালি বর্মা ৷ বিশ্বজয়ী ভারতের মেয়েদের নিয়ে উচ্ছ্বসিত মাস্টার-ব্লাস্টার প্রশংসায় ভরিয়ে দেন তিতাস, শেফালি, রিচাদের (Sachin Tendulkar lauds WC wining Indian team) ৷
মাস্টার-ব্লাস্টার বলেন, "বিশ্বকাপ জিতে দেশের ছোট-ছোট মেয়েদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছ তোমরা ৷ ডব্লিউপিএলের পথচলা শুরু মেয়েদের ক্রিকেটের জন্য বড়সড় পদক্ষেপ ৷ কেবল ক্রীড়াক্ষেত্রেই নয়, সমাজের সর্বস্তরে ছেলে এবং মেয়েদের মধ্যে সাম্যে বিশ্বাসী আমি ৷" এদিকে বিশ্বজয়ী ভারতীয় দলের তিন বঙ্গতনয়াকে পুরস্কৃত করার কথা ঘোষণা করল বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি ৷ বৃহস্পতিবার বেলা এগারোটায় তিতাস সাধু,হৃষিতা বসু কলকাতায় পা রাখছেন। তাঁদের বরণ করতে সিএবি পদাধিকারীরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।