পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মহিলা ক্রিকেটারদের বেতন না পাওয়ার রির্পোট অযৌক্তিক,দাবি বিসিসিআইয়ের

বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ১৯ মে কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের তালিকা পেশ করেছে। যেখানে রিচা ঘোষের মত নতুন মুখ এবং শেফালী বর্মা তাঁদের দুরন্ত পারফরম্যান্সের জন্য গ্রেড সি থেকে পদোন্নতি হয়ে গ্রেড বিতে জায়গা করে নিয়েছেন। একটি বিদেশী পত্রিকায় এটি দাবি করা হয়েছে ভেদা কৃষ্ণমূর্তি, একতা বিস্ত, অনুজা পাটিল, ডি হেমলতা জায়গা করতে না পারায় তাঁরা অন্ততপক্ষে ৮ মাসের বেতন পাবেন না। বিসিসিআই এই দাবিকে অযৌক্তিক বলেছে ।

বিসিসিআই
বিসিসিআই

By

Published : May 26, 2021, 11:02 PM IST

26 মে,মুম্বাই: বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড 19 মে কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের তালিকা পেশ করেছে। যেখানে রিচা ঘোষের মত নতুন মুখ এবং শেফালী বর্মা তাঁদের দুরন্ত পারফরম্যান্সের জন্য গ্রেড সি থেকে পদোন্নতি হয়ে গ্রেড বি তে জায়গা করে নিয়েছেন। অপরদিকে ভেদা কৃষ্ণমূর্তি, একতা বিস্ত, অনুজা পাটিল, ডি হেমলতা তাঁদের যোগ্য প্রমাণ করতে পারেননি। একটি বিদেশী পত্রিকায় এটি দাবি করা হয়েছে, যে চারজন ভারতীয় মহিলা ক্রিকেটার সম্প্রতি প্রকাশিত তালিকায় তাঁদের জায়গা করে উঠতে পারেননি তাঁরা অন্ততপক্ষে তারা অন্ততপক্ষে ৮ মাসের বেতন পাবেন না।

যদিও বিসিসিআই এই ধরনের লেখা যা শুধুমাত্র অনুমানের ভিত্তিতেই লেখা হয়েছে, তাতে খুব বেশি পরিতুষ্ট নয় তা বলাই বাহুল্য। বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা এএনআইকে জানিয়েছেন, যে বিবৃতি ওই পত্রিকাতে প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। তিনি জানিয়েছেন, প্রতিটি খেলোয়াড়কে বিসিসিআই চুক্তিবদ্ধ শর্তাবলী মেনে বেতন প্রদান করে এবং ওই পত্রিকাটিতে অনুমান করে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে প্রায় ৮ মাস ধরে একটি চুক্তি হয়েছিল যার জন্য তাদের অর্থ প্রদান করা হবে না।

2020 টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ পারফরমেন্সের দরুন প্রাপ্য টাকা মহিলা খেলোয়াড়রা পাচ্ছেন না বলে এই প্রতিবেদনে উঠে আসে। সে বিষয়ে বিসিসিআই আধিকারিক বলেছেন, বোর্ড সম্পূর্ণ সিস্টেমটিকে আরও কঠোর করেছে এবং আশা করি খেলোয়াড়দের দ্বারা উত্থাপিত বিষয়গুলির ফিনান্স ডিপার্টমেন্ট খুব দ্রুত জবাব দেবে।

ABOUT THE AUTHOR

...view details