নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি: বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইগোর লড়াই শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির ৷ সে কারণেই দলের নেতৃত্ব খোয়াতে হয় কোহলিকে ৷ এমনটাই দাবি ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক চেতন শর্মার (BCCI chief selector Chetan Sharma) ৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ-কে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই ৷ ওই সংবাদমাধ্যমটি দাবি করেছে, তাদের এক স্টিং অপারেশনে ওই বিস্ফোরক দাবি করেছেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা ৷ তবে ওই সংবাদ মাধ্যমের ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে শর্মাকে ফিরিয়ে এনেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ৷ এই স্টিং অপারেশনে টিম ইন্ডিয়ার ভিতরের অনেক কথাই ফাঁস করেছেন চেতন শর্মা ৷ এমনকি দলের হেডকোচ রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলির সঙ্গে দল নিয়ে তাঁর গোপন আলোচনার তথ্যও ফাঁস করেছেন ভারতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক ৷ 80 থেকে 85 শতাংশ সুস্থ হওয়া সত্ত্বেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসতে দলের বহু ক্রিকেটার ইনঞ্জেকশন নিয়ে তাঁদের ফিটনেস বাড়িয়েছেন বলেও দাবি চেতনের (Chetan Sharma in controversy) ৷