মুম্বই, 21 অগস্ট: এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিসিআই ৷ ভারতের 17 জনের প্রাথমিক দলে কামব্যাক করলেন কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার ৷ বিশেষত শ্রেয়স আইয়ারের কামব্যাক দল বাছাইয়ের সবচেয়ে বড় চমক ৷ অন্যদিকে, টি-20 ক্রিকেটে সম্প্রতি অভিষেক করা তীলক বর্মাকেও এই দলে রাখা হয়েছে ৷ প্রসিদ্ধ কৃষ্ণাও 17 জনের দলের সদস্য ৷ আর স্ট্যান্ডবাই উইকেট-কিপার ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনকে শ্রীলঙ্কা নিয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট ৷ তবে, বাদ পড়েছেন লেগস্পিনার যুজবেন্দ্র চহাল ৷ আজ মুম্বইয়ে অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে দল ঘোষণা করলেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর ৷
এ দিনের ঘোষিত দলে রোহিত শর্মা এবং শুভমন গিলের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে ঈশান কিষাণকে দলে রাখা হয়েছে বলে জানান আগরকর ৷ বা-হাঁতি ওপেনারদের মধ্যে এই মুহূর্তে ঈশান সবচেয়ে ভালো পারফর্ম করছেন বলে দাবি করেন তিনি ৷ এ প্রসঙ্গে শিখর ধাওয়ানের নাম উঠে আসে সাংবাদিক বৈঠকে ৷ তবে, শিখরের অতীত পারফরম্যান্সের প্রশংসা করলেও, বর্তমান সময়ে ঈশান সেরা বলে মনে করে জাতীয় নির্বাচক কমিটির প্রধান ৷
প্রত্যাশামতোই জাতীয় দলে কামব্যাক করলেন কেএল রাহুল ৷ তবে, তিনি ম্যাচ ফিট কিনা, তা নিশ্চিত না করেই 17 জনের প্রাথমিক দলে জায়গা দেওয়া হল কেএল রাহুলকে ৷ একভাবে ভারতীয় দলে সামিল করা হল শ্রেয়স আইয়ারকে ৷ তবে, তাঁর সংযোজন কিছুটা অবাক করার মতোই ৷ কারণ, এনসিএ-র তরফে শ্রেয়সের ফিটনেস নিয়ে সাম্প্রতিক সময়ে কোনও তথ্যই পাওয়া যায়নি ৷ আবার আন্তর্জাতিক ক্রিকেটে একটিও ওয়ান ডে না খেলা তীলক বর্মাকেও প্রাথমকি দলে জায়গা দেওয়া হয়েছে ৷ আর সঞ্জু স্যামসনকে স্ট্যান্ডবাই হিসেবে শ্রীলঙ্কা পাঠাচ্ছে বোর্ড ৷