কটক, 5 জানুয়ারি: ওড়িশার রঞ্জি ক্রিকেটার সুমিত শর্মার খেলায় 2 বছরের নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই ৷ বয়স নিয়ে কারচুপি করার অভিযোগে তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করেছে বোর্ড ৷ এ বছর ওড়িশা রঞ্জি দলে ছিলেন এই ক্রিকেটার ৷ জানা গিয়েছে, এর আগে জুনিয়র স্তরে বয়সের যে শংসাপত্র দিয়েছিলেন সুমিত, তার সঙ্গে রঞ্জি রেজিস্ট্রেশনের জন্ম শংসাপত্রের কোনও মিল নেই ৷ তাই বয়স নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে সুমিত শর্মার বিরুদ্ধে ৷
জানা গিয়েছে, সুমিত শর্মা 2015-16 সালে জুনিয়র স্তরে টুর্নামেন্টের জন্য নিজের বয়সের শংসাপত্র জমা দিয়েছিলেন ৷ কিন্তু, এ বছর ওড়িশার হয়ে রঞ্জি টুর্নামেন্টে খেলার জন্য যে নথি জমা দিয়েছিলেন, তার সঙ্গে 2015-16 সালের নথির কোনও মিল নেই ৷ ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি সামনে আসার পরে, বিসিসিআইয়ের শৃঙ্খলারক্ষা কমিটি তদন্ত করে এ নিয়ে ৷ তার পর সুমিত শর্মার বিরুদ্ধে বয়স কারচুপির প্রমাণ মিলতেই, একাধিক জন্ম শংসাপত্র জমা দেওয়ার অভিযোগে তাঁর উপর 2 বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ৷