দুবাই, 26 অক্টোবর : জীবনে এর আগেও চরম কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন তিনি ৷ গ্রাস করেছে হতাশা ৷ কিন্তু সব খারাপ অনুভূতি একদিকে আর দেশের হয়ে সব উজাড় করে দিয়েও 'ভিলেন' তকমা পাওয়ার অনুভূতি আরেকদিকে ৷ পাকিস্তানের বিরুদ্ধে হারের পর দ্বিতীয়টাই ঘটছে বঙ্গ পেসার মহম্মদ শামির সঙ্গে ৷
রবিবার বল হাতে বাবর আজম-মহম্মদ রিজওয়ানের হাতে বেদম প্রহৃত হয়ে দেশের মানুষের থেকে 'গদ্দার' তকমা জুটছে শামির ৷ সোশ্যাল মিডিয়ায় শুনতে হচ্ছে খারাপ বোলিংয়ের জন্য পাকিস্তানের থেকে নাকি টাকাও নিয়েছেন বিশ্বকাপে হ্যাটট্রিক করা পেসার ৷ আর এসব শুনে শামির মনের অবস্থা ঠিক কী হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না ৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত আক্রমণের শিকার হয়ে চলা শামির সমর্থনে ইতিমধ্যেই পাশে দাঁড়িয়েছেন দেশ-বিদেশের প্রাক্তনীরা ৷ আর এবার বঙ্গ পেসারের সমর্থনে এগিয়ে এল খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ মঙ্গলবার শামির পাশে দাঁড়ালেন অনিল কুম্বলেও ৷