পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wriddhiman Allegation Against Journalist : ঋদ্ধিকে সাংবাদিকের হুমকি, শীঘ্রই তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করবে অ্যাপেক্স কাউন্সিল - BCCI Apex Council to review probe committees report on allegations made by Saha

আগামী 23 এপ্রিল বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করবে (BCCI Apex Council to review probe committee's report on allegations made by Saha) ৷ এরপরেই সংশ্লিষ্ট সাংবাদিকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বোর্ড । সাংবাদিকের অপরাধ প্রমাণিত না-হলে সেক্ষেত্রে শাস্তি হতে পারে বঙ্গ ক্রিকেটারের ।

Wriddhiman Allegation Against Journalist
ঋদ্ধিকে সাংবাদিকের হুমকি, শীঘ্রই তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করবে অ্যাপেক্স কাউন্সিল

By

Published : Apr 11, 2022, 8:59 PM IST

মুম্বই, 11 এপ্রিল : দেশের প্রথমসারির এক ক্রীড়া সাংবাদিকের হুমকি ঋদ্ধিমান সাহাকে ৷ বঙ্গ উইকেটরক্ষকের অভিযোগ গ্রহণ করে ঘটনায় আগেই তদন্ত কমিটি গড়েছিল বিসিসিআই ৷ ঋদ্ধির অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে বোর্ডের ৷ আগামী 23 এপ্রিল বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল তদন্ত কমিটির সেই রিপোর্ট পর্যালোচনা করবে (BCCI Apex Council to review probe committee's report on allegations made by Saha) ৷ এরপরেই সংশ্লিষ্ট সাংবাদিকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বোর্ড । সাংবাদিকের অপরাধ প্রমাণিত না-হলে সেক্ষেত্রে শাস্তি হতে পারে বঙ্গ ক্রিকেটারের ।

সাক্ষাৎকার দিতে অস্বীকার করায় এক সাংবাদিক তাঁকে হুমকি দিয়েছেন বলে ফেব্রুয়ারির মাঝামাঝি বিতর্ক উসকে দিয়েছিলেন পাপালি (ঋদ্ধির ডাকনাম) । এমনকী সাংবাদিকের সঙ্গে তাঁর হোয়াটস অ্যাপ কথোপকথনের একটি স্ক্রিন শটও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বছর সাঁইত্রিশের বঙ্গ ক্রিকেটার । দিনকয়েক পর সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধির অভিযোগের পালটা তাঁর মতামত সোশ্যাল মিডিয়ার প্রকাশ করেন সংশ্লিষ্ট ক্রীড়া সাংবাদিক ।

আরও পড়ুন : হুমকি দেওয়া সাংবাদিকের নাম বিসিসিআইয়ের গড়া কমিটিকে জানালেন ঋদ্ধি

ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে নিলেও ঋদ্ধির বিরুদ্ধে পালটা স্ক্রিন শট বিকৃত করার অভিযোগ আনেন তিনি । ঘটনায় ঝড় বয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে । ক্ষোভ থাকলেও সংশ্লিষ্ট সাংবাদিকের নামপ্রকাশে কোনওভাবেই ইচ্ছুক ছিলেন না ঋদ্ধি । তবে বোর্ডের তৈরি তদন্ত কমিটির কাছে প্রোটোকল মেনে নাম জানাতে বাধ্য হন দেশের জার্সিতে ৪০টি টেস্ট খেলা স্টাম্পার-ব্যাটার । বোর্ডের তৈরি তিন সদস্যের তদন্ত কমিটিতে ছিলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ ভাটিয়া ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details