মুম্বই, 27 অক্টোবর: ম্যাচ ফি (Match Fee) দেওয়ার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য (Gender Discrimination) দূর করার পথে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ৷ এবার থেকে পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি পাবেন মহিলা ক্রিকেটাররাও ৷ বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন বিসিসিআই-এর সচিব জয় শাহ (BCCI Secretary Jay Shah) ৷
তিনি এদিন এই নিয়ে একটি টুইট করেন ৷ সেখানে লেখেন, বৈষম্য দূরীকরণের পথে পদক্ষেপ করছে বিসিসিআই ৷ এবার পে ইকুইটি পলিসি (সমান টাকা দেওয়ার নীতি) প্রয়োগ করছেন তাঁরা ৷ বোর্ডের সঙ্গে যে সমস্ত মহিলা ক্রিকেটারদের চুক্তি রয়েছে, তাঁরা এবার পুরুষ ক্রিকেটারদের সমান অর্থ পাবেন ৷ বোর্ডের এই সিদ্ধান্তকে জয় শাহ ক্রিকেটে লিঙ্গসাম্যের (Gender Equality in Cricket) নতুন যুগ হিসেবেই বর্ণনা করেছেন ৷
এবার থেকে মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি কত হবে, সেটাও অন্য একটি টুইটে উল্লেখ করেছেন জয় শাহ ৷ তিনি জানিয়েছেন পুরুষদের মতোই মহিলা ক্রিকেটাররাও টেস্ট পিছু 15 লক্ষ টাকা, একদিনের ম্যাচ পিছু 6 লক্ষ টাকা ও টি-20 ম্যাচ পিছু 3 লক্ষ টাকা করে পাবেন ৷
ভারত দ্বিতীয় হিসেবে এই নীতি প্রয়োগ করল ৷ এর আগে নিউজিল্যান্ড (New Zealand) এই নীতি নিয়েছিল ৷ চলতি বছরের 5 জুলাই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (NZC) ঘোষণা করে যে তারা খেলোয়াড়দের সংগঠনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করছে৷ যেখানে পুরুষ ও মহিলা ক্রিকেটাররা সমান ম্যাচ ফি পাবেন ৷ গত 1 অগস্ট থেকে নিউজিল্যান্ডে এই নিয়ম চালু হয়েছে ৷