পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India Test Squad vs England : কাউন্টিতে দুর্ধর্ষ পূজারা ফিরলেন টেস্ট স্কোয়াডে, পূর্ণশক্তির দল নিয়ে ইংল্যান্ডে ভারত

জুলাইয়ে ইংল্যান্ড সফরে অবশিষ্ট একটি মাত্র টেস্ট ম্যাচের জন্য 17 জনের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI announces squad for remaining test match for England tour) ৷ সেই দলে প্রত্যাবর্তন করলেন 'মিস্টার ডিপেন্ডবল' পূজারা

India Test Squad vs England
কাউন্টিতে দুর্ধর্ষ পূজারা ফিরলেন টেস্ট স্কোয়াডে

By

Published : May 22, 2022, 8:07 PM IST

মুম্বই, 22 মে : জোড়া দ্বিশতরান সহযোগে সাসেক্সের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স ৷ সম্প্রতি কাউন্টিতে ভাল খেলার পুরস্কার স্বরূপ জাতীয় টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন করলেন চেতেশ্বর পূজারা ৷ জুলাইয়ে ইংল্যান্ড সফরে অবশিষ্ট একটি মাত্র টেস্ট ম্যাচের জন্য 17 জনের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI announces squad for remaining test match for England tour) ৷ সেই দলে সুযোগ পেলেন 'মিস্টার ডিপেন্ডবল' পূজারা (Cheteshwar Pujara returns to the test squad) ৷

ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করে ফের জাতীয় দলে ফিরতে হবে ফর্ম হারানো পূজারা-রাহানেকে ৷ 2021 অগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের দল ঘোষণায় জানিয়েছিলেন নির্বাচকরা ৷ 2-1 এগিয়ে থাকলেও কোভিডের কারণে ওই সফরে শেষ টেস্ট না-খেলেই দেশে ফিরেছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ সেই অবশিষ্ট ম্যাচই 1 জুলাই থেকে শুরু হতে চলা আসন্ন সফরের শুরুতে খেলবে তাঁরা ৷

মাঝের সময়কালে পূজারা নির্বাচকদের আশ্বস্ত করে স্কোয়াডে সুযোগ করে নিলেও প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে ব্রাত্যই রইলেন ৷ তবে রোহিত শর্মার নেতৃত্বে পূর্ণশক্তির স্কোয়াড নিয়েই স্টোকসদের বিরুদ্ধে পাড়ি দেবে টিম ইন্ডিয়া ৷ রাহানের জায়গায় শ্রেয়স আইয়ারকে ভেবেই দল ঘোষণা করেছেন নির্বাচকরা ৷

আরও পড়ুন : রোহিত-কোহলির অনুপস্থিতিতে স্কোয়াডে কার্তিক, কুড়ি-বিশে প্রোটিয়াদের বিরুদ্ধে নেতৃত্বে রাহুল

কোহলির পরিবর্তে রোহিত শর্মার নেতৃত্বে যেমন ইংল্যান্ড পাড়ি দেবে ভারত ৷ তেমনই গত বছরে ভারত সফরের পর ইংল্যান্ড ক্রিকেটেও এসেছে আমূল পরিবর্তন ৷ অ্যাসেজে পর্যুদস্ত হওয়ার পর থ্রি-লায়ন্সের নয়া অধিনায়ক হয়েছেন বেন স্টোকস ৷ সম্প্রতি ব্রেন্ডন ম্যাককালামকে লাল বলের ক্রিকেটে নতুন কোচ হিসেবে নিয়োগ করেছে ইসিবি ৷ সবমিলিয়ে ভারতের বিরুদ্ধে সিরিজ বাঁচাতে নয়া মোড়কে আত্মপ্রকাশ করবে ইংল্যান্ড ৷

একনজরে ঘোষিত টেস্ট স্কোয়াড :

ABOUT THE AUTHOR

...view details