মুম্বই, 8 ডিসেম্বর: 2022-23 ক্রিকেট মরশুমে ভারত সফরে আসছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ৷ তারই ক্রীড়াসূচি এদিন প্রকাশ করল বিসিসিআই (BCCI Announces Schedule for Home Series) ৷ যেখানে ঘরের মাঠে এই লম্বা আন্তর্জাতিক সূচিতে জায়গা করে নিল কলকাতা ৷ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী 12 জানুয়ারি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি খেলবে টিম ইন্ডিয়া ৷ পাশাপাশি, এই প্রথমবার রায়পুর স্টেডিয়ামে কোনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচটি হবে সেখানে ৷ 9 ফেব্রুয়ারি-22 মার্চ পর্যন্ত ভারতের বিরুদ্ধে 4টি টেস্ট ও 3টি একদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ৷
এদিন বিসিসিআই-এর প্রকাশিত ক্রীড়াসূচি অনুযায়ী, 3 জানুয়ারি থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের মধ্যে দিয়ে 2022 শুরু করবে 'মেন ইন ব্লু' ৷ মরশুম শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে (Home Series Against Sri Lanka) ৷ যেখানে প্রথমে 3টি টি-20 সিরিজ খেলবে ভারত ৷ প্রথম ম্যাচ 3 জানুয়ারি মুম্বইয়ে, দ্বিতীয় ম্যাচ 5 জানুয়ারি পুনে ও তৃতীয় ম্যাচ 7 জানুয়ারি রাজকোটে ৷ 10 জানুয়ারি থেকে শুরু হবে একদিনের সিরিজ ৷ প্রথম ম্যাচ হবে গুয়াহাটিতে ৷ দ্বিতীয় একদিনের ম্যাচ 12 জানুয়ারি কলকাতা এবং তৃতীয় একদিনের ম্যাচ 15 জানুয়ারি তিরুঅনন্তপুরমে ৷