পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Eden Gardens: ফের আন্তর্জাতিক ম্যাচ পেল ইডেন, 12 জানুয়ারি শহরে ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ

ঘরের মাঠে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত সিরিজ খেলবে (BCCI Announces Schedule for Home Series) ৷ 3 জানুয়ারি থেকে শুরু হওয়া ঘরোয়া সিরিজে 12 জানুয়ারি ম্যাচ পেল ইডেন গার্ডেন্স ৷

BCCI Announces Schedule for Home Series Against Sri Lanka-New Zealand-Australia
BCCI Announces Schedule for Home Series Against Sri Lanka-New Zealand-Australia

By

Published : Dec 8, 2022, 6:11 PM IST

মুম্বই, 8 ডিসেম্বর: 2022-23 ক্রিকেট মরশুমে ভারত সফরে আসছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ৷ তারই ক্রীড়াসূচি এদিন প্রকাশ করল বিসিসিআই (BCCI Announces Schedule for Home Series) ৷ যেখানে ঘরের মাঠে এই লম্বা আন্তর্জাতিক সূচিতে জায়গা করে নিল কলকাতা ৷ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী 12 জানুয়ারি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি খেলবে টিম ইন্ডিয়া ৷ পাশাপাশি, এই প্রথমবার রায়পুর স্টেডিয়ামে কোনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচটি হবে সেখানে ৷ 9 ফেব্রুয়ারি-22 মার্চ পর্যন্ত ভারতের বিরুদ্ধে 4টি টেস্ট ও 3টি একদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ৷

এদিন বিসিসিআই-এর প্রকাশিত ক্রীড়াসূচি অনুযায়ী, 3 জানুয়ারি থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের মধ্যে দিয়ে 2022 শুরু করবে 'মেন ইন ব্লু' ৷ মরশুম শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে (Home Series Against Sri Lanka) ৷ যেখানে প্রথমে 3টি টি-20 সিরিজ খেলবে ভারত ৷ প্রথম ম্যাচ 3 জানুয়ারি মুম্বইয়ে, দ্বিতীয় ম্যাচ 5 জানুয়ারি পুনে ও তৃতীয় ম্যাচ 7 জানুয়ারি রাজকোটে ৷ 10 জানুয়ারি থেকে শুরু হবে একদিনের সিরিজ ৷ প্রথম ম্যাচ হবে গুয়াহাটিতে ৷ দ্বিতীয় একদিনের ম্যাচ 12 জানুয়ারি কলকাতা এবং তৃতীয় একদিনের ম্যাচ 15 জানুয়ারি তিরুঅনন্তপুরমে ৷

মাঝে মাত্র 2 দিনের বিরতির পর 18 জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে মাঠে নামবে ভারত (Home Series Against New Zealand) ৷ 18 জানুয়ারি প্রথম একদিনের ম্যাচ হায়দরাবাদে, 21 জানুয়ারি দ্বিতীয় একদিনের ম্যাচ রায়পুরে, 24 জানুয়ারি তৃতীয় একদিনের ম্যাচ ইন্দোরে ৷ 27 জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের টি-20 সিরিজ ৷ 27 জানুয়ারি প্রথম ম্যাচ রাঁচিতে, 29 জানুয়ারি দ্বিতীয় টি-20 লখনউ এবং 1 ফেব্রুয়ারি তৃতীয় টি-20 আমেদাবাদে আয়োজিত হবে ৷

আরও পড়ুন:আঙুলের চোটের জেরে মুম্বই ফিরছেন রোহিত, সিরিজে নেই দীপক-কুলদীপও

এর পর একসপ্তাহের বিরতি নিয়ে অজিদের বিরুদ্ধে 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত (Home Series Against Australia) ৷ নাগপুরে 9 ফেব্রুয়ারি-13 ফেব্রুয়ারি প্রথম টেস্ট ৷ 17 ফেব্রুয়ারি-21 ফেব্রুয়ারি দিল্লিতে হবে দ্বিতীয় টেস্ট ৷ 1 মার্চ-5 মার্চ ধর্মশালায় তৃতীয় টেস্ট ৷ 9 মার্চ-13 মার্চ আমেদাবাদে চতুর্থ তথা শেষ টেস্ট খেলবে ভারত ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজও খেলবে অস্ট্রেলিয়া ৷ 17 মার্চ প্রথম একদিনের ম্যাচ মুম্বইয়ে, 19 মার্চ দ্বিতীয় একদিনের সিরিজ বিশাপত্তনমে এবং 22 মার্চ তৃতীয় একদিনের ম্যাচ চেন্নাইয়ে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details