পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

BCCI : নেপথ্যের কারিগর, আইপিএল ভেন্যুগুলির পিচ কিউরেটর, মাঠকর্মীদের পুরস্কৃত করবে বোর্ড - আইপিএল ভেন্যুগুলির পিচ কিউরেটর মাঠকর্মীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত বোর্ডের

যাদের অক্লান্ত পরিশ্রমে দু'মাসেরও বেশি সময় ধরে দেশের ছ'টি মাঠে আয়োজিত হল আইপিএলের 74টি ম্যাচ, সেই পিচ কিউরেটর এবং মাঠকর্মীদের জন্য পুরস্কারমূল্য ঘোষণা করল বিসিসিআই (BCCI announces prize money for the curators and groundsmen across 6 IPL venues) ৷

BCCI Announcement
পিচ কিউরেটর, মাঠকর্মীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত বোর্ডের

By

Published : May 30, 2022, 9:31 PM IST

মুম্বই, 30 মে : নির্বিঘ্নে সম্পন্ন হল আইপিএলের পঞ্চদশ সংস্করণ ৷ আবির্ভাবে খেতাব জিতে চমকে দিল গুজরাত টাইটান্স ৷ এবার পালা প্রতিযোগিতার সঙ্গে জড়িয়ে থাকা একটা বড় সংখ্যক উপেক্ষিত নায়কদের পুরস্কৃত করার ৷ যাদের অক্লান্ত পরিশ্রমে দু'মাসেরও বেশি সময় ধরে দেশের ছ'টি স্টেডিয়ামে আয়োজিত হল 74টি ম্যাচ, সেই পিচ কিউরেটর এবং মাঠকর্মীদের জন্য পুরস্কারমূল্য ঘোষণা করল বিসিসিআই (BCCI announces prize money for the curators and groundsmen across 6 IPL venues) ৷

সোমবার বোর্ড সচিব জয় শাহ টুইটে একথা ঘোষণা করেন ৷ অমিত শাহ-পুত্র লেখেন, "যাদের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া টাটা আইপিএল সেরা ছন্দে নিজেকে মেলে ধরতে পারত না, সেইসকল কিউরেটর এবং মাঠকর্মীদের জন্য সওয়া 1 কোটি টাকা পুরস্কারমূল্য ঘোষণা করতে পেরে আনন্দিত ৷" কীভাবে এই পুরস্কারমূল্য ছ'টি কেন্দ্রের মধ্যে ভাগ হবে, তাও জানিয়েছেন বোর্ড সচিব ৷ মুম্বইয়ের সিসিআই, ওয়াংখেড়ে, ডিওয়াই পাটিল স্টেডিয়াম, এমসিএ এবং পুনে স্টেডিয়ামের মাঠকর্মীদের জন্য বরাদ্দ করা হয়েছে 25 লক্ষ টাকা করে ৷ আর ইডেন এবং মোতেরার মাঠকর্মীদের জন্য সাড়ে 12 লক্ষ টাকা বরাদ্দ করছে বোর্ড ৷

আরও পড়ুন : অন্ধকার কাটিয়ে আইপিএল জন্ম দিল দৃঢ়চেতা ও সংযমী হার্দিকের

উল্লেখ্য, টুর্নামেন্ট চলাকালীন পিচ কিউরেটর এবং মাঠকর্মীদেরও একটি প্রাইভেট ফার্মের উদ্যোগে পাঁচতারা হোটেলের বলয়ে রাখা হয়েছিল ৷ কোটিপতি লিগ শেষ হতে বিসিসিআই'য়ের পুরস্কৃত করার সিদ্ধান্তে খুশি এক পিচ কিউরেটর দেশের প্রথমসারির এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বোর্ডের সিদ্ধান্তে তিনি খুশি ৷ তবে বিসিসিআই'য়ের উচিৎ পুরস্কারমূল্যের অর্থ সরাসরি মাঠকর্মী-কিউরেটরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো, রাজ্য সংস্থা মারফৎ নয় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details