মুম্বই, 25 এপ্রিল: দেড় বছর পর ভারতীয় টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন করলেন অজিঙ্ক রাহানে ৷ তাও আবার সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৷ মঙ্গলবার বিসিসিআই 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে ৷ সেই দলে অজিঙ্ক রাহানেকে রেখেছে জাতীয় নির্বাচক কমিটি ৷ তবে, 15 জনের প্রাথমিক দলের জায়গা পেলেন না বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব ৷ ওপেনার হিসেবে অধিনায়ক রোহিতের সঙ্গে রয়েছে শুভমন গিল এবং কেএল রাহুল ৷ 15 জনের স্কোয়াডে সুযোগ পেয়েছেন জয়দেব উনাদকট ৷
15 মাসের অপেক্ষার অবসান ৷ দক্ষিণ আফ্রিকা সফরে খারাপ পারফর্ম্যান্সের জেরে ভারতীয় টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন ৷ তার পর ক্রিকেট থেকে কার্যত হারিয়ে গিয়েছিলেন অজিঙ্ক রাহানে ৷ 2022-23 ঘরোয়া মরশুমে মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলেছিলেন ৷ সেখানেও প্রথমদিকে সফল হননি ৷ তবে, ধীরে ধীরে ফর্মে ফিরেছেন ৷ এমনকি আইপিএল এও সিএসকে এর হয়ে দারুণ খেলছেন রাহানে ৷ যদিও, জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শ্রেয়স আইয়ারের পরিবর্ত হিসেবে রাহানেকে জাতীয় দলে ফেরানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট আগেই করে ফেলেছিল ৷
আজ জাতীয় নির্বাচক কমিটি 2021-23 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যে দল বাছাই করেছে ৷ সেখানে অজিঙ্ক রাহানের নাম রয়েছে ৷ 15 জনের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন মুম্বইকর ৷ এবার তাঁর লক্ষ্য প্রথম একাদশে জায়গা করে নেওয়া ৷ জাতীয় দলে নিজের 5 নম্বর জায়গাটাকে আবারও সুনিশ্চিত করা ৷ জানা গিয়েছিল, বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্ট রাহানেকে আইপিএল-এর মধ্যেই লাল ডিউক বলে প্র্যাকটিস করতে বলেছিল ৷ তখনই মনে করা হচ্ছিল শ্রেয়স আইয়ারের জায়গায় হয়তো 15 জনের দলে সুযোগ পাবেন রাহানে ৷