মুম্বই, 22 মে : সম্ভাবনায় সিলমোহর দিয়ে সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI announces India squad for T20 series against SA) ৷ চোট সারিয়ে চলতি আইপিএলে নবাগত গুজরাত টাইটান্সকে দুরন্ত নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়া ফিরলেন জাতীয় দলে ৷ 18-সদস্যের স্কোয়াড ঘোষণায় সবচেয়ে বড় চমক যদিও অন্য ৷ তিনবছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন অভিজ্ঞ দীনেশ কার্তিক (Hardik Pandya and Dinesh Karthik come back to the Indian squad) ৷
ধারাবাহিক ক্রিকেটে মানসিকভাবে ক্লান্ত বিরাট কোহলি-সহ অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই যে নির্বাচকরা দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা করবেন, সেটা একপ্রকার নিশ্চিতই ছিল ৷ এদিন দলঘোষণা হওয়ার পর দেখা যায় বিরাট, রোহিতের পাশাপাশি বোলিং বিভাগের দুই গুরুত্বপূর্ণ সদস্য মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাকেও বিশ্রামে পাঠানো হয়েছে ৷ হার্দিক-কার্তিকের প্রত্যাবর্তনের দিনে জাতীয় দলে প্রথমবারের জন্য ডাক পেলেন পঞ্জাব তনয় অর্শদীপ সিং এবং গতিতে সাড়া জাগানো সানরাইজার্স পেসার উমরান মালিক ৷