পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

BCCI: ঘরোয়া টুর্নামেন্ট খেলা ক্রিকেটারদের ক্ষতিপূরণ, বাড়ছে পারিশ্রমিক - বিসিসিআই সচিব জয় শাহ

2020-21 ঘরোয়া সিজনে রঞ্জি ট্রফি আয়োজন করা হয়নি করোনার জন্য ৷ ফলে বহু ক্রিকেটার আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন ৷ এবার তাঁদের সেই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই ৷ আজ বিসিসিআই সচিব একথা জানিয়েছেন ৷

bcci-announces-compensation-for-domestic-players-hit-by-covid-postponements-hikes-match-fee
করোনা আবহে ঘরোয়া টুর্নামেন্ট খেলা ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াল বিসিসিআই

By

Published : Sep 20, 2021, 9:52 PM IST

মুম্বই, 20 সেপ্টেম্বর : করোনা আবহে 2020-21 মরশুমে রঞ্জি ট্রফি আয়োজন করা যায়নি ৷ যার ফলে ঘরোয়া টুর্নামেন্টে খেলা সব ক্রিকেটার বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন ৷ এবার তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল বিসিসিআই ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সেই খবর জানিয়েছেন ৷ যেখানে বলা হয়েছে, 2019-20 মরশুমে ঘরোয়া টুর্নামেন্টে খেলা ক্রিকেটারদের তাঁদের ম্যাচ ফি’র সঙ্গে 50 শতাংশ অতিরিক্ত টাকা দেওয়া হবে ৷ সেই সঙ্গে, আগামী মরসুমের জন্য ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর কথা বলা হয়েছে ৷

প্রসঙ্গত, করোনার কারণে ভারতের ঘরোয়া ক্রিকেটে 2020-2021 সিজনে রঞ্জি ট্রফি খেলা হয়নি ৷ যে টুর্নামেন্টের উপর নির্ভর করে শতাধিক ক্রিকেটারের জীবিকা ৷ ফলে টুর্নামেন্ট না হওয়ায় আর্থিক সমস্যায় পড়েছেন সেই সব ক্রিকেটাররা ৷ তাই এবার তাঁদের স্বার্থে এক মরসুমের ম্যাচ ফি’র সঙ্গে আরও 50 শতাংশ বেশি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই ৷ এ নিয়ে একটি টুইট করেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ তিনি লেখেন, ‘‘যে সব ক্রিকেটাররা 2019-20 সালে ঘরোয়া টুর্নামেন্টে খেলেছেন, করোনার জন্য তাঁদের 2020-21 সালে আর্থিক ক্ষতি হয়েছে ৷ তাই তাঁদের 50 শতাংশ অতিরিক্ত ম্যাচ ফি দেওয়া হবে ৷’’

আরও পড়ুন : KKR vs RCB : নাইটদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং বিরাটদের

সোমবার বিসিসিআই’র অ্য়াপেক্স কাউন্সিলের বৈঠকে ক্ষতিপূরণ দেওয়া এবং পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ৷ প্রসঙ্গত, যে সকল রঞ্জি খেলা ক্রিকেটার সর্বাধিক ম্যাচ ফি 60 হাজার টাকা পান, তাঁরা প্রথম শ্রেণির ম্যাচ প্রতি 2 লাখ 40 হাজার টাকা করে পাবেন ৷ আর তার নিচে অর্থাৎ, 21 থেকে 40 টি ম্যাচ খেলা ক্রিকেটাররা 50 হাজার টাকা করে প্রতি ম্যাচের হিসেবে পেতেন ৷ তাঁদেরও একই হারে টাকা বাড়বে ৷ সেই সঙ্গে কম অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের পারিশ্রমিক দিন প্রতি 40 হাজার টাকা করে দেওয়া হবে ৷

আরও পড়ুন : Virat Kohli : আরসিবির নেতৃত্ব ছাড়ছেন, অধিনায়ক কোহলির এটাই শেষ আইপিএল

ABOUT THE AUTHOR

...view details