পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T-20 World Cup : টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত, মেন্টর হিসাবে থাকছেন ধোনি - রোহিত শর্মা

বিশ্বকাপের দল বেছে নিল বিসিসিআই ৷ এবার সবথেকে বড় চমক হল দলের মেন্টর হিসাবে থাকছেন মহেন্দ্র সিং ধোনি ৷

T-20 World Cup
বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত

By

Published : Sep 8, 2021, 9:27 PM IST

Updated : Sep 8, 2021, 9:50 PM IST

মুম্বই, 8 সেপ্টেম্বর : 2021 টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিসিআই ৷ বুধবার ভার্চুয়াল বৈঠকের পর বিশ্বকাপের চূড়ান্ত 15 জনের দল বেছে নেয় জাতীয় নির্বাচক কমিটি ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো অভিজ্ঞর পাশাপাশি তরুণদেরও সুযোগ দিয়েছে বিসিসিআই ৷ 24 অক্টোবর দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত ৷ আর এবার সবথেকে বড় চমক হল দলের মেন্টর হিসাবে থাকছেন মহেন্দ্র সিং ধোনি ৷

17 অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে বসছে 2021 টি-20 বিশ্বকাপের আসর ৷ ফাইনাল 14 নভেম্বর ৷ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের সপ্তম সংস্করণ হওয়ার কথা ছিল ভারতের মাটিতে ৷ কিন্তু কোভিড-19 কারণে তা ভারত থেকে সরে মরু শহরে চলে যায় ৷ যদিও আয়োজকের দায়িত্বে থাকছে বিসিসিআই ৷ করোনার প্রকোপে গত বছর 2020 টি-20 বিশ্বকাপ স্থগিত করে দেয় আইসিসি ৷ এই বিশ্বকাপ হবে আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতেই ৷

2021 টি-20 বিশ্বকাপের জন্য গত মাসেই চূড়ান্ত 15 জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ৷ তারপর নিউজিল্যান্ড ও পাকিস্তানও বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ৷ বুধবার বিশ্বকাপের 15 জনের দল বেছে নিল বিসিসিআই ৷ জাতীয় নির্বাচক কমিটির নতুন চেয়্যারম্যান চেতন শর্মার তত্ত্ববধানে বিশ্বকাপের চূড়ান্ত দলে সিলমোহর দেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড ৷ প্রত্যাশামতই বিশ্বকাপকে ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি ৷ আর তাঁর ডেপুটি রোহিত শর্মা ৷ দলের মেন্টর হিসাবে থাকছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷

আরও পড়ুন:ওভাল টেস্টের দুরন্ত পারফরম্যান্সে প্রথম দশে বুমরা

ভিডিয়ো কনফারেন্সে ইংল্যান্ড থেকে নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি ৷ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ বৈঠকে অংশ নিয়েছিলেন ৷ গ্রুপ টু-তে রয়েছে ভারত ৷ পাকিস্তান ছাড়াও ভারতের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দু'টি কোয়ালিফায়ার দল ৷

টি-20 বিশ্বকাপে ভারতীয় দল: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভাইস-ক্যাপ্টেন ), কে এল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, ভূবনেশ্বর কুমার, মহম্মদ শামি ৷ স্ট্যান্ড বাই হিসাবে থাকছেন শ্রেয়স আইয়ার, শার্দূল ঠাকুর, দীপক চাহার

Last Updated : Sep 8, 2021, 9:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details