মুম্বই, 2 অক্টোবর: প্রথম দল অন্য কোথাও সিরিজ খেলতে ব্যস্ত থাকলে সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলের বি-টিমকে ইদানিং নেতৃত্ব প্রদান করছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজেও তার অন্যথা হল না ৷ চলতি টি-20 সিরিজ শেষ হলে সিনিয়র দল যখন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ (T20 WC) খেলতে যাবে, তখন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে বি-টিম ৷ আর সেই দলকে নেতৃত্ব দেবেন ধাওয়ানই ৷
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য 16 সদস্যের দলঘোষণা করল বিসিসিআই (BCCI announced ODI squad against South Africa) ৷ তাতে দেখা যাচ্ছে, আসন্ন ওডিআই সিরিজে শিখর ধাওয়ানের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার ৷ যিনি আবার টি-20 বিশ্বকাপ স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন ৷ সিনিয়রদের অনুপস্থিতিতে প্রোটিয়াদের বিরুদ্ধে জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন রজত পাতিদার (Rajat Patidar) এবং বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar) ৷ তবে ঘোষিত দলে এমন অনেকে রয়েছেন যাঁদের নাম আবার বিশ্বকাপের স্কোয়াডেও রয়েছে ৷
তাই শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই এবং দীপক চাহার সিরিজ শেষ হলে দ্রুত সিনিয়র দলে যোগ দেবেন তাঁরা ৷ উল্লেখ্য, এই তিন ক্রিকেটারই বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে ৷ যদিও সবকিছু ছাপিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য পাতিদার এবং মুকেশের জাতীয় দলে মেডেন কল-আপ ৷