হায়দরাবাদ, 20 নভেম্বর:বিশ্বকাপ জয়ের স্বপ্নের সলিল সমাধি হয়েছে গতকাল অর্থাৎ, রবিবার ৷ সবরমতীর তীরে ফাইনালে অজি ব্রিগেডের কাছে হেরে বিশ্বকাপ খুইয়েছে ভারতীয় দল ৷ এহেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই আগামীতে একটি ঘরোয়া টি-20 সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল ৷ বিশ্বকাপে হারের পর এই সিরিজে দলের নামী ক্রিকেটাররা সকলেই বিশ্রামে ৷ সোমবার বিসিসিআই যে দল ঘোষণা করেছেন রোহিত শর্মা বা বিরাট কোহলিরা সেই দলে নেই ৷ অধিনায়কের দায়িত্বে রয়েছেন সূর্যকুমার যাদব ৷ চতুর্থ টি-20 ম্যাচে দলে যোগ দেবেন শ্রেয়স আইয়ার ৷ আগামী 23 নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই পাঁচ ম্যাচের সিরিজ ৷
বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্য়াচের সিরিজে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল ৷ এবার টি-20 সিরিজে দেখা যাবে দুই দলের মোকাবিলা ৷ 23 নভেম্বর থেকেই শুরু হচ্ছে প্রথম টি-20 মহারণ ৷ প্রথম খেলাটি ভারত খেলবে বিশাখাপত্তনমে ৷ তারপর 26 নভেম্বর রয়েছে দ্বিতীয় ম্যাচটি রয়েছে তিরুঅনন্তপুরমে ৷ গুয়াহাটিতে 28 নভেম্বর ভারতীয় দল খেলবে তৃতীয় ম্যাচটি ৷ এই ম্যাচের পর রায়পুরে 1 ডিসেম্বরের ম্যাচের আগে দলে যোগ দেবেন শ্রেয়স আইয়ার ৷ তাঁকেই করা হবে নতুন সহ-অধিনায়ক ৷ এরপর বেঙ্গালুরুতে পঞ্চম টি-20 ম্য়াচটি ভারত খেলবে 3 ডিসেম্বর ৷