মুম্বই, 15 জুন : হাতে আর মাত্র তিনদিন ৷ তারপরই সাউদাম্পনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড ৷ তার আগে ফাইনালে 15 সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই ৷ দুপুরের দিকে 15 সদস্যের দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ৷
টুইটারে 15 সদস্যের স্কোয়াডের তালিকা দিয়েছে বিসিসিআই ৷ প্রত্যাশামতো ওপেনার হিসেবে রাখা হয়েছে রোহিত শর্মা ও শুভমন গিলকে ৷ থার্ড ডাউনে থাকছেন ভারতীয় দলের বর্তমান ওয়াল বলে পরিচিত চেতেশ্বর পূজারা ৷ মিডল অর্ডার সামলাবেন অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে, হনুমা বিহারীরা ৷ উইকেটের পিছনে কোহলির প্রথম পছন্দ ঋষভ পন্থ ৷ ব্যাক আপ হিসেবে থাকছেন ঋদ্ধিমান সাহা ৷
ব্যাটিংয়ের পর কিউয়িদের বিরুদ্ধে ভারতের বোলিং বিভাগও চমৎকার ৷ 15 সদস্যের স্কোয়াডে স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন দুজনই রয়েছেন ৷ থাকছেন পেস ত্রয়ী জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি ৷ স্কোয়াডে রাখা হয়েছে উমেশ যাদব এবং মহম্মদ সিরাজকে ৷ গত ডিসেম্বরের পর থেকে ভারতীয় দল থেকে বাইরে বঙ্গ পেসার মহম্মদ সামি ৷ ডিসেম্বরে বর্ডার গাভাসকর সিরিজের ম্যাচে হাত ভেঙে গিয়েছিল শামির ৷ চোট সারিয়ে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে সেরাটা দিতে তৈরি শামি ৷