পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC Final : ওপেনিংয়ে রোহিত-গিল, দীর্ঘদিন পর ফিরছেন সামি - virat kohli

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের 15 সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই ৷

Final squad
Final squad

By

Published : Jun 15, 2021, 7:23 PM IST

মুম্বই, 15 জুন : হাতে আর মাত্র তিনদিন ৷ তারপরই সাউদাম্পনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড ৷ তার আগে ফাইনালে 15 সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই ৷ দুপুরের দিকে 15 সদস্যের দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ৷

টুইটারে 15 সদস্যের স্কোয়াডের তালিকা দিয়েছে বিসিসিআই ৷ প্রত্যাশামতো ওপেনার হিসেবে রাখা হয়েছে রোহিত শর্মা ও শুভমন গিলকে ৷ থার্ড ডাউনে থাকছেন ভারতীয় দলের বর্তমান ওয়াল বলে পরিচিত চেতেশ্বর পূজারা ৷ মিডল অর্ডার সামলাবেন অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে, হনুমা বিহারীরা ৷ উইকেটের পিছনে কোহলির প্রথম পছন্দ ঋষভ পন্থ ৷ ব্যাক আপ হিসেবে থাকছেন ঋদ্ধিমান সাহা ৷

ব্যাটিংয়ের পর কিউয়িদের বিরুদ্ধে ভারতের বোলিং বিভাগও চমৎকার ৷ 15 সদস্যের স্কোয়াডে স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন দুজনই রয়েছেন ৷ থাকছেন পেস ত্রয়ী জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি ৷ স্কোয়াডে রাখা হয়েছে উমেশ যাদব এবং মহম্মদ সিরাজকে ৷ গত ডিসেম্বরের পর থেকে ভারতীয় দল থেকে বাইরে বঙ্গ পেসার মহম্মদ সামি ৷ ডিসেম্বরে বর্ডার গাভাসকর সিরিজের ম্যাচে হাত ভেঙে গিয়েছিল শামির ৷ চোট সারিয়ে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে সেরাটা দিতে তৈরি শামি ৷

আরও পড়ুন : WTC Final 2021: শর্ট বলে কুপোকাত বিরাট , শঙ্কিত ক্রিকেটপ্রেমীরা

15 দলের স্কোয়াডে জায়গা হয়নি ময়ঙ্ক আগরওয়াল এবং শার্দূল ঠাকুরের ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজর কেড়ে নিয়েছিলেন শার্দূল ৷ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা সুযোগ হয়নি ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও শার্দূলকে বিবেচনা করেননি ভারতীয় নির্বাচকরা ৷

15 সদস্যের স্কোয়াড : রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ ৷

ABOUT THE AUTHOR

...view details