মুম্বই, 31 জানুয়ারি: আমেদাবাদে আগামিকাল অনূর্ধ্ব-19 মহিলা টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দেবে বিসিসিআই (BCCI to Felicitate U19 Women Team) ৷ সেখানেই মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর ভারতীয় অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটারদের এই সংবর্ধিত করবেন (Sachin Tendulkar to Felicitate U19 Women Team) ৷ 1 ফেব্রুয়ারি মতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচ খেলতে নামবে ভারত ৷ সেখানে ম্যাচ শুরুর আগে বিশ্বজয়ী ভারতীয় মহিলা দলকে সম্মান জানাবে বোর্ড ৷ বিসিসিআই সচিব জয় শাহ একথা জানিয়েছেন ৷
জয় শাহ টুইটারে লেখেন, ‘‘1 ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা 30 মিনিটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুর্ধ্ব-19 মহিলা টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে সংবর্ধনা জানানো হবে ৷ খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারতরত্ন সচিন তেন্ডুলকর এবং বিসিসিআই এর অন্যান্য কর্তারা তাঁদের এই সংবর্ধনা দেবেন ৷ এই ক্রিকেটাররা ভারতকে গর্বিত করেছে এবং আমরা তাঁদের এই সাফল্যকে আমরা সম্মান জানাব ৷’’
ফাইনালে ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অনুর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপের ফাইনাল জিতেছে ভারতের মেয়েরা ৷ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক শেফালি ভার্মা ৷ প্রথম ওভারেই ইংল্যান্ডের উইকেট নেন তিতাস সাধু ৷ তিনি 4 ওভারে 6 রান দিয়ে 2 উইকেট নেন ৷ তাঁকেই ম্যাচের সেরা বাছা হয় ৷ ইংল্যান্ড মাত্র 68 রানে অল-আউট হয়ে যায় ৷ যা 14 ওভারে 3 উইকেট হারিয়ে তুলে নেয় ভারতের অনূর্ধ্ব-19 দল ৷ তৃতীয় উইকেটে গোন্ডাই তৃষা এবং সৌম্য তিওয়ারির পার্টনারশিপ ভারতীয় অনূর্ধ্ব-19 মহিলা দলের জয় সুনিশ্চিত করেন ৷
আরও পড়ুন:বহিষ্কার করা হল লখনউয়ের ‘ভয়ঙ্কর’ পিচ প্রস্তুতকারী কিউরেটরকে
উল্লেখ্য, এটাই কোনও ভারতীয় মহিলা দলের প্রথম আইসিসি টুর্নামেন্ট জয় ৷ ফলে এই জয় আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন, প্রাক্তন এবং বর্তমান ভারতীয় মহিলা ক্রিকেটাররা ৷ ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজ, অঞ্জুম চোপড়া, ঝুলন গোস্বামীরা এই জয়ের পর শেফালিদের অভিনন্দন জানিয়েছেন ৷ হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনা জেমাইমা রদ্রিগেজরাও তাঁদের অনুজদের অভিনন্দন জানিয়েছেন ৷ আগামী দিনে ভারতীয় মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা ৷