কলকাতা, 4 অগস্ট: বিশ্বকাপের আয়োজনে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকছে ? এ নিয়ে লালবাজারের আধিকারিকের সঙ্গে বৈঠক করতে পারেন আইসিসি ও বিসিসিআই-এর আধিকারিকরা ৷ আগামিকাল বিসিসিআইয়ের জয়েন্ট সেক্রেটারি দেবজিত সাইকিয়ার নেতৃত্বে 20 জনের প্রতিনিধি দল কলকাতায় আসছে ৷ তাঁরা লালবাজারে গিয়ে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যে, সিএবি প্রেসিডেন্ট এবং যুগ্ম-সচিব পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ৷ সেখানে উৎসবের মরশুমে কলকাতায় বিশ্বকাপের আসরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সবরকম আশ্বাস দিয়েছে লালবাজার ৷
বিশ্বকাপ 2023 লিগ-সহ মোট পাঁচটি ম্যাচ পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স ৷ সেখানে 28 অক্টোবর ইডেনে প্রথম ম্যাচ হবে ৷ তার পর দ্বিতীয় ম্যাচ 31 অক্টোবর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ দীপাবলির দিন পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ রয়েছে ৷ 5 নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং 12 নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ ৷ আর 16 নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল ৷ আর ভারত এবং পাকিস্তান কোয়ালিফাই করলে দ্বিতীয় সেমিফাইনালে ইডেনে খেলতে পারে ৷ সেক্ষেত্রে নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে ৷ তাই সিএবি তো দূর, বিসিসিআই ও আইসিসি কোনও ফাঁক রাখতে চাইবে না ৷