কলকাতা, 21 সেপ্টেম্বর: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিয়ে যখনই কথা হবে, সমান্তরালভাবে উঠে আসবে জাতীয় রাজনীতির হুজ-হুদের নাম ৷ হঠাৎ এ কথা কেন ? কারণ, আগামী মাসটা হল অক্টোবর ৷ আর প্রতি 3 বছর অন্তর এই অক্টোবরেই বিসিসিআই এর প্রশাসনে নিজেদের ভাগ্য পরীক্ষা করেন রাজনীতিক, শিল্পপতি, প্রশাসনিক কর্তা-সহ অনেকই ৷ আর 2022 সালে অক্টোবর তেমনি একটি মাস ৷ যেখানে ফের একবার বিসিসিআই এর প্রশাসনে রদবদলের হাওয়া উঠেছে ৷ বিসিসিআই এর সংশোধিত একাধিক ধারা সুপ্রিম কোর্ট তুলে নেওয়ার পরেই বার্ষিক সাধারণ সভা করতে চলেছে বিসিসিআই ৷ যা হতে চলেছে আগামী 18 অক্টোবর ৷ যা আগামী একমাসে ভারতের সবচেয়ে আলোচ্য বিষয়ের একটি হতে চলেছে (BCCI AGM Likely to be A Hot Affair) ৷
কেন এ কথা বলা ! বিসিসিআই এর অন্দরের খবর, ভারতীয় ক্রিকেট প্রশাসনের পুরনো কয়েকটি ঘোড়া ফের অবসর ভেঙে ময়দানে নামার প্রস্তুতি শুরু করেছেন ৷ এরা ভারতীয় ক্রিকেটের সেই সব ঘোড়া, একটা সময় যাঁদের জাস্টিস আরএম লোধা কমিটির সুপারিশ লাগু করে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, গত দু’সপ্তাহের মধ্যে সমস্ত অংক এবং পরিসংখ্যানকে ওলট-পালট করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ ৷ আর তার জেরে আবারও বিসিসিআই এর প্রশাসনের প্রবেশদ্বারে একাধিক মাথায় ভিড় জমতে শুরু করেছে ৷
এখনও পর্যন্ত বিসিসিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, জয় শাহ (Jay Shah) তাঁর সচিব পদে বহাল থাকবেন ৷ তবে, বোর্ড সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) থেকে যাওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে বলে শোনা যাচ্ছে ৷ অন্যদিকে, লোধা কমিটির সুপারিশ অনুযায়ী লাগু হওয়া 70 বছরের বয়স সীমার বিষয়টি নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না ৷ ফলে বোর্ডে এন শ্রীনিবাসন (N Srinivasan) আবার ঢুকবেন কি ঢুকবেন না, পুরোটাই দাঁড়িপাল্লার মাঝামাঝি জায়গায় ঝুলে রয়েছে ৷ তেমনটা না হলে, শ্রীনিবাসনকে আইসিসি চেয়ারম্যান হিসাবে বিসিসিআই এর তরফে মনোনীত করা হতে পারে ৷
আরও পড়ুন:শাহি সাক্ষাৎ! ইতিবাচক আলোচনা মত মিতালী রাজের
কপাল জোরে ফের বিসিসিআই-তে ফিরছেন রাজীব শুক্লা (Rajeev Shukla) ৷ শোনা যাচ্ছে, কংগ্রেসের একমাত্র মুখ হয়ে তিনি ফের আইপিএল চেয়ারম্যান পদে ফিরছেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই এর মধ্যেকার এক সূত্র ইটিভি ভারতকে জানিয়েছেন, ‘‘রাজীব শুক্লা এমন একজন ব্যক্তি, যিনি বোর্ডের সবপক্ষের সমর্থন পাবেন ৷ আর সেটা তিনি শুরুর দিন থেকে সকৌশলে করে আসছেন ৷’’