ঢাকা, 4 ডিসেম্বর: আজ থেকে বাংলাদেশের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ শুরু ৷ এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস (Bangladesh Won Toss Against India in 1st ODI) ৷ রোহিত শর্মার নেতৃত্বে ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতীয় দলে ফিরেছেন অধিকাংশ সিনিয়র ক্রিকেটাররা ৷ রয়েছেন বিরাট কোহলি এবং কেএল রাহুল ৷ বহুদিন পর ফের বাইশ গজে রোহিত-শিখরের ওপেনিং জুটিকে খেলতে দেখা যাবে এই ম্যাচে ৷ তবে, মহম্মদ শামির চোটের পর মূলত অনভিজ্ঞ বোলিং লাইনআপ নিয়ে এই সিরিজে নামছে ভারত ৷ এদিন ভারতের জার্সিতে অভিষেক হল পেসার কুলদীপ সেনের ৷
অস্ট্রেলিয়ায় গত নভেম্বর মাসে শেষ হওয়া টি20 বিশ্বকাপের পর ফের একবার মাঠে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুল ৷ মাঝে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি20 এবং একদিনের সিরিজে বিশ্রামে ছিলেন তিন তারকা ৷ তবে, বাংলাদেশ সিরিজে ভারতীয় দলে বেশ কয়েকজন ক্রিকেটারের চোটের সমস্যা রয়েছে ৷ যার জন্য দলের মিডল অর্ডার এবং বোলিংয়ে ভারসাম্য রাখতে 4 জন অলরাউন্ডার খেলাচ্ছে ভারত ৷ একসঙ্গে স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও শাহবাদ আহমেদ এবং মিডিয়াম পেসার শার্দূল ঠাকুর ও দীপক চাহারকেও দলে রাখা হয়েছে ৷ সেই সঙ্গে দুই পেসার মহম্মদ সিরাজ এবং কুলদীপ সেনকেও দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট ৷