হ্যাংঝাউ, 25 সেপ্টেম্বর: 2014 সালে শেষবার এশিয়াডে পদক জিতেছিল বাংলাদেশ ৷ তাও ক্রিকেটেই ৷ এবারেও সেই ক্রিকেটের হাত ধরেই 9 বছর পর ফের এশিয়াডের প্রথম পদক এল বাংলাদেশের ঘরে ৷ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তান মহিলা দলকে 5 উইকেটে হারিয়ে পদক জয় নিশ্চিত করলেন বাংলাদেশের মেয়েরা ৷ নির্ধারিত কুড়ি ওভারে 9 উইকেটে 64 রানে পাকিস্তানকে আটকে দিয়ে 18.2 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় নিগার সুলতানার দল ৷
ভারতের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে সেমিফাইনালে নাস্তানাবুদ হয়েছিল বাংলাদেশ ৷ সেখান থেকে তৃতীয় স্থানের লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামে বাংলাদেশ। এই ম্যাচে সেরা হিসেবে নেমেছিল পাকিস্তানই ৷ কিন্তু, মাঠে নেমে নিজেদের প্রমাণ করলেন শামিমা সুলতানা, সাথী রানি, নিগার সুলতানারা ৷ টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা ৷ তাঁর সেই সিদ্ধান্তকে প্রথম ওভারেই সঠিক প্রমাণ করেন মারুফা আকতার ৷ পাকিস্তান মহিলা দলের ওপেনার শাওয়াল জুলফিকারকে শূন্যতে প্যাভিলিয়নে ফেরান তিনি ৷