বে ওভাল, 5 জানুয়ারি : নিউজিল্যান্ডকে তাদের দেশের মাটিতে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ ৷ বে ওভাল টেস্ট ম্যাচ আট উইকেটে জিতে নিল তারা (Bangladesh win the Bay Oval test match against New Zealand ) ৷ লাল বলের বিশ্বচ্য়াম্পিয়ানদের এই প্রথম তাদের মাটিতেই পরাস্ত করল বাংলা টাইগাররা ৷ বে ওভাল টেস্টে প্রথম থেকেই নিউজিল্যান্ডকে চাপে রেখেছিলেন সফিউল ইসলাম, মেহেদি হাসান, মমিনুল হকরা ৷ যার জেরে ডেভন কনওয়ের শতরান (122)এবং উইল ইয়ুং(52), হেনরি নিকোলসের(75) জোড়া অর্ধশতরান সত্ত্বেও 328 রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৷ একদিকে যেমন তিনিটি করে উইকেট শিকার করেন সফিউল, মেহেদি ৷ তেমনই দুটি উইকেট শিকার করেন অধিনায়ক মমিনুলও ৷
অন্য়দিকে নিজেদের প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়েন বাংলা টাইগাররা ৷ একদিকে যেমন বল তেমনই ব্যাট হাতেও 88 রানের অধিনায়কোচিত ইনিংস উপহার দেন মমিনুল ৷ অর্ধশতরান আসে মাহমুদুল হাসান (78), নাজমুল হোসেন শান্ত (64) এবং লিটন দাসের (88) ব্যাট থেকেও ৷ ফলত প্রথম ইনিংসেই 458 রান সংগ্রহ করে 130 রানের আরামদায়ক লিড পেয়ে যায় বাংলাদেশ ৷ জবাবে ব্যাট করতে নেমে ম্যাচে নিজেদের টিকিয়ে রাখতে হলে বড় রান সংগ্রহ করতেই হত কিউয়িদের ৷ কিন্তু এবারও মিডিয়াম পেসার এবাদত হোসেন এবং জোরে বোলার টাসকিন আহমেদের সামনে রীতিমত নাকানি চোবানি খেতে হয় টম লাথাম, রস টেলরদের ৷
কার্যত এবাদতকে সামলাতে গিয়েই নাস্তানাবুদ হয়ে যান কিউয়িরা ৷ মাত্র 46 রান খরচ করেই ছজন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেন তিনি ৷ অন্যদিকে তিন উইকেট শিকার করেন টাসকিনও ৷ 69 রানের ইনিংস খেলে এবারও লড়াই চালিয়ে গিয়েছিলেন ইয়ুং কিন্তু দ্বিতীয় ইনিংসে 169 রানের বেশি সংগ্রহ করতে পারেনি নিউজিল্যান্ড ৷ ফলত জয়ের জন্য মাত্র 40 রানই দরকার ছিল বাংলা টাইগারদের ৷ বুধবার মাত্র 2 উইকেট খরচ করেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন তাঁরা ৷