কলকাতা, 27 অক্টোবর: শনিবার ক্রিকেটের নন্দনকাননে প্রথমবার 2023 বিশ্বকাপের বল গড়াবে ৷ আর প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ৷ একটি সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ কলকাতায় ৷ সবে সবে দুর্গাপুজো শেষ হয়েছে ৷ তার মধ্যে শুক্রবার দুপুরের পর থেকে রেড রোডে পুজো কার্নিভাল ৷ তার আয়োজনে নিরাপত্তাররক্ষীতে ছয়ালাপ ময়দান চত্বর ৷ এটা যদি শারোদৎসবের বেলাশেষের আবেগের প্রকাশ হয় ৷ তাহলে নিরাপত্তার কড়াকড়ি ইডেনে বিশ্বকাপের বোধনের টিজার ৷
তবে, শনিবারের বিশ্বকাপের ম্যাচ নিয়ে কলকাতার আবেগ সেভাবে নেই ৷ ওপার বাংলার সমর্থকরা ইডেনে ভালো সংখ্যায় উপস্থিত থাকবেন ৷ তাঁরাই টিকিটের খোঁজে মহমেডান মাঠের কাউন্টারে কিংবা ময়দানের বটতলায় ভিড় জমাচ্ছেন ৷ বাংলাদেশ দল অবশ্য গঙ্গাপাড় থেকে চলতি বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছে ৷
তাসকিন আমেদ জানিয়েছেন, “আমাদের আশা শেষ হয়ে যায়নি ৷ এখনও চারটে ম্যাচ বাকি রয়েছে ৷ চারটে ম্যাচ জিততে পারলে আশাবাদী হওয়া যেতেই পারে ৷ বিশ্বকাপে বেশ কিছু ম্যাচে অঘটন ঘটছে ৷ ইংল্যান্ড পরাজিত হয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো দেশের বিরুদ্ধে ৷ তাই আমরা যদি চারটে ম্যাচ জিততে পারি ছবিটা অন্যরকম হতেই পারে ৷ এটা ঠিক আমরা আগের ম্যাচগুলিতে ভালো খেলতে পারিনি ৷ ব্যাটিং-বোলিং দু’টি বিভাগেই আমরা দল হিসেবে মেলে ধরতে ব্যর্থ ৷ কিন্তু, শেষ চারটে ম্যাচে দল হিসেবে ভালো কিছু করতে চাই ৷”
বাংলাদেশের অনুশীলনেও সবাইকে হালকা মেজাজে দেখা গেল ৷ কোচ থেকে ক্রিকেটার, সকলের হাসি মুখে চাপের প্রতিফলন নেই ৷ বৃহস্পতিবার রাতে বাংলাদেশ থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক শাকিব-আল-হাসান ৷ শুক্রবারের অনুশীলনে ব্যাটিং-বোলিং কিছুই করেননি তিনি ৷ শুধুমাত্র স্যাডো করে নিজেকে শনিবারের ম্যাচের জন্য প্রস্তুত করলেন ৷ ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিনের অধীনে গত দু’দিন ধরে মীরপুর স্টেডিয়ামে অনুশীলন করছেন শাকিব ৷ বিশ্বকাপের মধ্যে দল ছেড়ে শাকিবের দেশে ফেরা নিয়ে কম জল্পনা হয়নি ৷
আরও পড়ুন:নেটে কাকে বল করলেন বিরাট ? অনুশীলনে হালকা মেজাজে রোহিতরা