চট্টোগ্রাম, 17 ডিসেম্বর: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে পঞ্চম তথা শেষদিনে আর 4 উইকেট চাই ভারতের (India Need 4 Wickets to Win Against Bangladesh) ৷ কাজটা কঠিন হলেও উলটো দিকে বাংলাদেশের সামনেও 241 রান করলে জয়ের সুযোগ থাকছে ৷ তবে, শতাংশের নিরিখে ম্যাচ এখন 80 ভাগ ভারতের দিকে ঝুঁকে, তাতে সন্দেহ নেই ৷ যদিও ক্রিজে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান এবং অলরাউন্ডার মেহিদি হাসান মিরাজের উপস্থিতি ভাবাচ্ছে ভারতকে (Bangladesh vs India) ৷
চট্টগ্রাম টেস্টে ভারত-বাংলাদেশকে চতুর্থ ইনিংসে জয়ের জন্য 513 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে ৷ যে রান তাড়া করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার এদিন শুরুটা ভালোই করেছিলেন ৷ চতুর্থদিনের শুরুতে গতকালের বিনা উইকেটে 42 রান থেকে খেলা শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার ৷ যে ইনিংসে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে গেলেন জাকির হাসান ৷ তিনি 100 রান করে অশ্বিনের শিকার হন ৷ তাঁর আগে অবশ্য জাকির এবং নাজমুল হোসেন সান্টোর 124 রানের প্রথম উইকেটে পার্টনারশিপ ভাঙেন উমেশ যাদব ৷ 67 রানে শান্তকে আউট করেন তিনি ৷