ধরমশালা, 10 অক্টোবর:চলতি বিশ্বকাপের দ্বিতীয় ডাবল হেডারের প্রথম ম্যাচ আজ অনুষ্ঠিত হচ্ছে ধরমশালায় ৷ আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে বাংলাদেশ তাদের এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে। অন্যদিকে, গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে এবার বিশ্বকাপের শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান ৷
বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো হয়নি ইংল্যান্ডের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খারাপভাবে পরাজিত হতে হয় গতবারের চ্যাম্পিয়নদের। একটি লড়াকু রান করতে দেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত 40 ওভার শেষের আগেই 9 উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। এই পরাজয়ের পরে রীতিমতো ব্যাকফুটে ইংল্যান্ড ক্রিকেট টিম। চাপ বাড়ছে টিম কম্বিনেশন নিয়েও। যদিও বেন স্টোকসের মতো অলরাউন্ডার না-থাকায় এই আগের ম্যাচে পরাজয় বলেই মনে করছেন ক্রিকেট প্রেমীরা। আর আজও অলরাউন্ডার নেই দলে ৷ তবে দেখার শৈলশহরে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা কি নিজেদের ক্রিকেটীয় দক্ষতার শিখরে পৌঁছতে পারবেন?
ইংল্যান্ডের একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটকিপার/অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি