ধরমশালা, 7 অক্টোবর: শাকিব এবং মেহেদির দূরন্ত স্পিন বোলিংয়ের সৌজন্যে আফগানদের মাত্র 156 রান অল-আউট করল বাংলাদেশ ৷ ধরমশালায় বিশ্বকাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান 3 উইকেট নিয়ে আফগানিস্তানের মিডল-অর্ডারে ধস নামান ৷ বাকি লোয়ার-অর্ডারকে প্যাভিলিয়নে ফেরান মেহেদি হাসান মিরাজ ৷ আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ 47 রান করেন রহমানুল্লাহ গুরুবাজ ৷ বাংলাদেশের সামনে 50 ওভারে 157 রানের টার্গেট ৷
এ দিন আফগানিস্তানের দুই ওপেনার শুরুটা ভালোই করেছিলেন ৷ কিন্তু, ইব্রাহিম জারদান (22 রান)-এর উইকেটের পরেই একের পর এক আফগান ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান ৷ যেখানে নিজের শেষ বিশ্বকাপ খেলা শাকিব 8 ওভারে 30 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ শাকিবই বাংলাদেশের হয়ে প্রথম উইকেটটি নেন ৷ এর পর নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে শাহিদির দল ৷ আফগান অধিনায়ক হসমাতুল্লাহ শাহিদি নিজে 18 রান করে মেহেদি হাসানের শিকার হন ৷