মীরপুর, 17 জুন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বাধিক ব্যবধানে জয় ৷ 546 রানে আফগানিস্তানকে হারিয়ে রেকর্ড করল বাংলাদেশ ৷ আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্ট জিতে কার্যত ইতিহাসে নাম তুলে নিল বেঙ্গল টাইগার্স ৷ ম্যাচের চতুর্থদিনে বাংলাদেশে মিডিয়াম পেসার তাসকিন আহমেদ তাঁর কেরিয়ারের সেরা 37 রানে 4 উইকেট নেন ৷ 662 রান তাড়া করতে নেমে চতুর্থদিন দ্বিতীয়দিন মাত্র 115 রানে গুটিয়ে যায় আফগানিস্তান ৷
এর আগে বাংলাদেশ জিম্বাবোয়ের বিরুদ্ধে 226 রানে সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট ম্যাচ জিতেছিল ৷ বাংলাদেশের এই 546 রানের জয় টেস্টের ইতিহাসে তৃতীয় সবচেয়ে বড় ব্যবধান ৷ এর আগে 1928 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 675 রানের বিশাল ব্যবধানে টেস্ট ম্যাচ জিতেছিল ইংল্যান্ড ৷ আর 1934 সালে ওভালে ইংল্যান্ডকে 562 রানে হারিয়েছিল অজিরা ৷ তবে, আজকের এই ম্যাচে বাংলাদেশ পেসাররা দাপট দেখিয়েছেন ৷ সাধারণত মীরপুরের মাঠে জঘন্য টার্নিং পিচ তৈরি করে বাংলাদেশ ৷ কিন্তু, আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্টে পেস সহায়ক পিচ তৈরি করে বাংলাদেশ ৷