সেঞ্চুরিয়ন, 19 মার্চ : বিগত 19 বারের সাক্ষাতে সে দেশে একবারও জয়ের মুখ না-দেখা বাংলাদেশ শুক্রবার প্রথম ওয়ান-ডে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকায় (Bangladesh register their first ever ODI win in South Africa) ৷ প্রথম ম্যাচে প্রোটিয়াদের 38 রানে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেলেন তামিম ইকবালরা (Bangladesh beat South Africa by 38 runs in first ODI) ৷ বাংলাদেশের 315 রানের টার্গেট তাড়া করতে নেমে 276 রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৷ এই জয়ের সঙ্গে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের শীর্ষে অবস্থানও মজবুত করল তারা ৷
ব্যাট হাতে ওপেনার লিটন দাস, তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান এবং ইয়াসির আলির হাফসেঞ্চুরিতে প্রোটিয়াদের সামনে কঠিন লক্ষ্যমাত্রা রাখে টাইগাররা ৷ অধিনায়ক তামিম ইকবাল অর্ধশতরান হাতছাড়া করলেও (41) লিটনের সঙ্গে তাঁর 95 রানের ওপেনিং পার্টনারশিপ দলের বড় রানের ভিত গড়ে দেয় ৷ 67 বলে 50 রান করেন লিটন ৷