পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

NZ vs BAN First Test : ব্ল্যাক-ক্যাপসদের ডেরায় ঐতিহাসিক টেস্ট জয়ের প্রহর গুনছে বাংলাদেশ

চতুর্থদিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান 5 উইকেটে 147 (At the end of day four play New Zealand 147 fow 5 in their second innings) ৷ বাংলাদেশের চেয়ে আপাতত 17 রানে এগিয়ে কিউয়িরা ৷

NZ vs BAN First Test
ব্ল্যাক-ক্যাপসদের ডেরায় ঐতিহাসিক টেস্ট জয়ের প্রহর গুনছে বাংলাদেশ

By

Published : Jan 4, 2022, 5:28 PM IST

মাউন্ট মাউনগানুই, 4 জানুয়ারি : 2001 থেকে নিউজিল্যান্ডের মাটিতে তিন ফর্ম্যাট মিলিয়ে 32টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ৷ কিন্তু সাফল্যের ভাঁড়ার শূন্য ৷ সেই ব্ল্য়াক-ক্য়াপসদের ডেরায় নতুন বছরের শুরুটা দারুণ হয়েছে মোমিনূল হক, লিটন দাসদের ৷ প্রথম ইনিংসে ব্যাটারদের দাপুটে পারফরম্যান্সের পর চতুর্থদিন মাউন্ট মাউনগানুইয়ে আগুন ঝরালেন এবাদত হোসেন ৷ দ্বিতীয় ইনিংসে টম ল্যাথামদের টপ-অর্ডার ধসিয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের দোরগোড়ায় বাংলাদেশ (Bangladesh Looking For Historic Test Win In New Zealand) ৷

চতুর্থদিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান 5 উইকেটে 147 ৷ বাংলাদেশের চেয়ে আপাতত 17 রানে এগিয়ে কিউয়িরা ৷ পঞ্চমদিন স্বল্প রানের মধ্যে বিপক্ষের বাকি পাঁচ উইকেট তুলে নিতে পারলে বাংলাদেশ ব্যাটারদের কাজ খুব একটা কঠিন হওয়ার কথা নয় ৷ কিউয়ি টপ-অর্ডার ব্যাটারদের মধ্যে একমাত্র 37 রানে অপরাজিত রস টেলর ৷

তাসকিন আহমেদ অধিনায়ক ল্যাথামকে ফিরিয়ে প্রথম ঝটকা দেন ৷ এরপর ডেভন কনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলস, টম ব্লান্ডেলকে ফিরিয়ে এদিন কিউয়ি ব্যাটিং লাইন-আপের কোমর ভেঙে দেন এবাদত ৷ সর্বাধিক 69 রানের ইনিংস খেলেন ইয়ং ৷ নিকোলস, ব্লান্ডেল ফেরেন রানের খাতা না খুলেই ৷

আরও পড়ুন : IND vs SA Second Test : ওয়ান্ডারার্সে 200তেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস, প্রথমদিনের শেষে ভাল জায়গায় প্রোটিয়ারা

এর আগে চতুর্থদিন সকালে 6 উইকেটে 401রান হাতে নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ ৷ সপ্তম উইকেটে মেহদি হাসান মিরাজ এবং ইয়াসির আলির 75 রানের পার্টনারশিপের সৌজন্যে প্রথম ইনিংসে 458 রানে শেষ হয় মোমিনূলদের প্রথম ইনিংস ৷ প্রথম ইনিংসে কনওয়ের শতরানে ভর করে 328 রান তুলেছিল কিউয়িরা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details