আবুধাবি, 27 অক্টোবর : শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে সুপার 12-এর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ৷ কিন্তু মইন আলি, ক্রিস ওকসদের বিরুদ্ধে ব্যাট হাতে যে দৃঢ়তা দেখানোর প্রয়োজন ছিল তা দেখাতে ব্যর্থ বাংলাদেশ ব্যাটাররা ৷ বুধবার শেখ জায়েদ স্টেডিয়ামে মরগ্যান-বাহিনীর বিরুদ্ধে মাত্র 124 রানে আটকে গেল টাইগার্সরা ৷ সর্বাধিক 30 বলে 29 রান মুশফিকুর রহিমের ৷
ইংল্যান্ডের কাঁধে বড় রানের বোঝা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে এদিন আবুধাবিতে টস জিতে প্রথমে ব্য়াটিং নেন বাংলাদেশ দলনায়ক মাহমুদুল্লাহ ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলাররা ছন্দে না থাকলেও ব্যাটাররা ভরসা জুগিয়েছিলেন ৷ এদিন সেই অর্থে বাংলাদেশের বড় কোনও পার্টনারশিপই তৈরি হয়নি ৷ মাত্র 26 রানে 3 উইকেট হারানো টাইগার্সদের টেনে তোলার চেষ্টা করেন মুশফিকুর রহিম এবং অধিনায়ক মাহমুদুল্লাহ ৷ কিন্তু জুটিতে 37 রানের বেশি ওঠেনি ৷ রহিম 30 বলে 29 রানে ফিরতেই ফের নিয়মিত ব্য়বধানে উইকেট হারানো শুরু হয় বাংলাদেশের ৷