কলম্বো, 29 মে : কট বিহাইন্ডের রিভিউ ব্যর্থ হওয়ায় মাঠের মধ্যেই আপত্তিকর ভাষা ব্যবহার করে বসলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল ৷ এতে আইসিসির আচরণবিধি ভঙ্গ করে শাস্তির মুখে পড়লেন তিনি ৷ ঢাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ সুপার লিগ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে এই ঘটনা ঘটে ৷
শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশের ইনিংসে দশম ওভারের ঘটনা ৷ নিজের কট বিহাইন্ডের রিভিউ ব্যর্থ হওয়ায় গালিগালাজ করেন তামিম ৷ এতে আইসিসির 2.3 আচরণবিধি ভঙ্গ করায় জরিমানার মুখে পড়েন তামিম ৷ তাঁর ম্য়াচ ফি-র 15 শতাংশ কেটে নেওয়া হয় ৷ জরিমানা করেন ম্যাচ রেফারি নিয়ামুর রসিদ ৷ এছাড়া তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় ৷ তামিম দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি ৷ যদিও এই ঘটনায় বাংলাদেশীদের আচরণের সমালোচনায় মুখর হয়েছেন ক্রিকেট সমর্থকরা ৷