হায়দরাবাদ, 7 নভেম্বর: 11 নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল হাসান ৷ বাঁ-হাতের বুড়ো আঙুলে চিড় ধরায় শেষ ম্যাচের আগে ছিটকে গেলেন শাকিব ৷ সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করার সময় হাতে চোট পান শাকিব ৷ আজ তাঁর স্ক্যান রিপোর্ট আসার পর দলের তরফে জানানো হয়েছে, বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরেছে ৷ ফলে পুণের মাঠে বাংলাদেশের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি ৷
বাংলাদেশ দলের ফিজিয়ো বায়জাদুল ইসলাম খান আজ একটি প্রেস বিবৃতিতে বলেছেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করতে নামার পর ইনিংসের শুরুতেই বাঁ-হাতের বুড়ো আঙুলে বল লাগে শাকিবের ৷ যন্ত্রণা সত্ত্বেও ব্যাথা উপশমের ওষুধ ও টেপিং করিয়ে তিনি ব্যাটিং করে গিয়েছিলেন ৷ ম্যাচের পরেই জরুরি ভিত্তিতে শাকিবের আঙুলের স্ক্যান করানো হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে, চোট পাওয়া আঙুলের ‘পিপ-জয়েন্টে’ চিড় ধরেছে ৷ এর থেকে ফিট হতে অন্ততপক্ষে 3-4 সপ্তাহ সময় লাগবে ৷ ও আজকেই বাংলাদেশ রওনা দিয়েছে রিহ্যাব শুরু করার জন্য ৷’’
আরও পড়ুন:'শাকিব ও বাংলাদেশের কাছে এটা লজ্জার', ছবি দিয়ে 'প্রমাণ' করলেন ম্যাথিউজ