নয়াদিল্লি, 3 নভেম্বর: দূষণে জেরবার রাজধানী দিল্লি ৷ ইতিমধ্যেই দেশের সবচেয়ে বেশি দূষিত শহর হিসেবে পরিচিতি পেয়েছে এই শহর ৷ এবার রাজধানীর দূষণ থাবা বসাল বিশ্বকাপেও ৷ ধোঁয়াশার জেরে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনেই নামতে পারলেন না শাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা ৷
চলতি বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ দল ৷ শ্রীলঙ্কার বিপক্ষে তাদের আসন্ন ম্যাচ খেলতে বুধবারই জাতীয় রাজধানীতে পৌঁছেছে টাইগাররা ৷ আগামী 6 নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ । খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কোটলায়, যেটি এখন অরুণ জেটলি স্টেডিয়াম নামে পরিচিত ।
বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদের মতে, বাংলাদেশ খেলোয়াড়দের বায়ু দূষণ থেকে বাঁচাতে শুক্রবার কোটলায় তাদের প্রশিক্ষণ সেশন বাতিল করা হয়েছে । শুক্রবার নয়াদিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) 450 অতিক্রম করেছে, কেন্দ্রের গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) নির্দেশিকাগুলির তৃতীয় পর্যায়-সহ অনেকগুলি বিধিনিষেধ এবং জরুরি ব্যবস্থাগুলিকে ট্রিগার করেছে ৷