পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিতর্ক দূরে সরিয়ে দারুণ ছন্দে বাংলাদেশ, প্রস্তুতি ম্যাচে টাইর্গাসদের 'লঙ্কা জয়' - bangladesh cricket devlopments

Bangladesh Cricket Team: বাংলাদেশের ইতিহাসের সম্ভবত দুই সেরা ক্রিকেটার শাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যেকার ঠান্ডা লড়াইয়ের বিষয়ে সকলেই অবগত। তবে সে যাই হোক, নিজেদের বিতর্ক সঙ্গী করেই বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে গতকাল গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল বাংলাদেশ ৷ দ্বন্দ্ব একদিকে সরিয়ে রেখে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে নিজেদের ছন্দ মেলে ধরল টাইগার্স ব্রিগেড ৷

শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে ছন্দে টাইর্গাসরা
ICC ODI World Cup 2023

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 1:00 PM IST

Updated : Sep 30, 2023, 2:57 PM IST

গুয়াহাটি, 30 সেপ্টেম্বর: বাংলাদেশ ক্রিকেট অনেক ক্ষেত্রেই নাটকীয়তায় ভরা। বিশ্বকাপের স্কোয়াড বাছাইয়ের ক্ষেত্রে সেটাই দেখা গিয়েছে। দেশের সেরা ব্যাটার তামিম ইকবালকে বাদ দিয়েই স্কোয়াড গড়েছে বাংলাদেশ। যা চমকে দেওয়ার মতোই সিদ্ধান্ত। তামিমের বাদ পড়া নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছে ৷ সেইসঙ্গে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের অধিনায়কত্ব ও অবসর নিয়ে নিজের সিদ্ধান্তের কথা ৷ বিতর্কের আবহে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। শুক্রবার গুয়াহাটিতে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে দারুণ ছন্দে টাইগার্সরা ৷

তামিম ইকবালকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন বিতর্কে ঘেরা ৷ এর মধ্য়েই প্রথম প্রস্তুতি ম্যাচে নামে বাংলাদেশ ৷ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুটা খারাপ হয়নি ৷ ওপেনিং জুটিতে শতরান। কুশল পেরেরা 24 বলে 34 রানে আহত ও অবসৃত হলেও পাথুম নিশাঙ্কা অর্ধশতরান করেন। পরে হাফ-সেঞ্চুরি আসে ধনঞ্জয় ডি'সিলভার ব্যাট থেকে ৷ 49.1 ওভারে 263 রানে অল আউট হয় শ্রীলঙ্কা।

রান তাড়া করে মাত্র তিন উইকেট হারিয়ে অনায়াস জয় তুলে নেয় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান এবং লিটন দাস দারুণ ব্যাটিং করেন। ওপেনিং জুটিতে 131 রান তোলে। লিটন 61 রান করেন। তিন নম্বরে মেহেদি হাসান জুটি বাঁধেন তানজিদের সঙ্গে। 84 রান করে ফেরেন তানজিদ। এরপর প্রথম বলে তৌহিদ হৃদয় ফিরলেও মুশফিকুর রহিমের (অপরাজিত 35) ও মেহেদি (অপরাজিত 67) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তবে চোটের কারণে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি বাংলাদেশ অধিনায়ক শাকিব ৷

বাংলাদেশ দলে স্পিন-অলরাউন্ডাররা দারুণ ফর্মে রয়েছেন ৷ ক্যাপ্টেন শাকিব বিশ্বের অন্যতম সেরা স্পিনিং অল-রাউন্ডার ৷ তিনি ছাড়াও বিশ্বকাপে ব্যাটিং দক্ষতায় নজর কাড়তে মুখিয়ে রয়েছেন মেহেদি হাসান মিরাজ। মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ স্পিনারও রয়েছেন দলে ৷ যাঁর ব্যাটের হাতও বেশ দক্ষ ৷ সুতরাং ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশের জয়ের বড় ভূমিকা নিয়ে পারেন স্পিনিং অল-রাউন্ডাররা।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ব্যথা বাড়ল বাবরদের, গা-ঘামানো ম্যাচে পাক ‘বধ’ কিউয়িদের

তামিম ইকবাল না-থাকায় বাংলাদেশের ওপেনিং কম্বিনেশন এখানে দুর্বল হতে পারে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ তাঁর অনুপস্থিতিতে ইনিংসের গোড়া পত্তন করতে পারেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ৷ অন্যদিকে, মিডল-অর্ডারে কিছুটা হলেও বাড়তি চাপ থাকবে তৌহিদ হৃদয়ের কাঁধে ৷

Last Updated : Sep 30, 2023, 2:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details