পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asia Cup 2023: পাকভূমে দুরন্ত টাইগাররা, আফগানদের উড়িয়ে সুপার ফোর কার্যত নিশ্চিত শাকিবদের - শাকিব অ্যান্ড কোং

সৌজন্যে নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান, তাসকিন আহমেদ ও শফিরুল ইসলাম ৷ বড় ব্যবধানে জিতে নেট রানরেট (+0.373) বাড়িয়ে ফেলেছে বাংলাদেশ ৷ ফলে আফগানিস্তান (-1.780) বিরাট ব্যবধানে শ্রীলঙ্কাকে না উড়িয়ে দিলে শাকিবদের সুপার ফোর একরকম পাকা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 10:21 AM IST

Updated : Sep 4, 2023, 10:44 AM IST

লাহোর, 4 সেপ্টেম্বর: প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর দুরন্তভাবে ঘুরে দাঁড়াল টাইগাররা ৷ লাহোরে নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসানদের দাপটে আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ ৷ প্রথমে ব্যাট করে 334 রান করার পর তাসকিন আহমেদের দৌলতে 245 রানে গুটিয়ে গেল আফগানরা ৷ ফলে 89 রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে সুপার ফোরে পা বাড়িয়ে রাখল 'শাকিব অ্যান্ড কোং' ৷

335 রানের বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন রহমান্নুলাহ গুরবাজ ৷ অগস্টে হাম্বানতোতায় পাকিস্তানের বিরুদ্ধে 151 রানের ইনিংস খেলেছিলেন ৷ এদিন সেই ফর্মের ধারেকাছে ছিলেন না নাইটদের স্টাম্পার-ব্যাটার ৷ যদিও প্রাথমিক ধাক্কা সামলে ইব্রাহিম জারদান ও রহমত শাহ ইনিংসের ভিত করার চেষ্টা করছিলেন ৷ 78 রানের পার্টনারশিপ গড়ার পর সেই জুটি ভাঙেন তাসকিন আহমেদ ৷ চার নম্বরে নামা হাসমাদুল্লাহ শাহিদির অধিনায়োকচিত অর্ধ-শতরান, জারদানের 74 বলে 75 রানের ইনিংসের দৌলতে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল ল্যান্স ক্লুজনারের ছেলেরা ৷

যদিও আফগানদের সেই চেষ্টায় জল ঢেলে দেন শফিরুল ইসলাম ও তাসকিন আহমেদ ৷ দুই বোলারের দাপটে আড়াইশোর আগেই বান্ডিল হয়ে যায় রশিদ খান, মহম্মদ নবিরা ৷ 4 উইকেট নেন তাসকিন, শফিরুলের ঝুলিতে এসেছে 3টি উইকেট ৷ দু’ম্যাচের শেষে বাংলাদেশের সংগ্রহ 2 পয়েন্ট ৷ যদিও বড় ব্যবধানে জিতে নেট রানরেট (+0.373) বাড়িয়ে ফেলেছে বাংলাদেশ ৷

আরও পড়ুন: বৃষ্টির প্রকোপ! কলম্বো থেকে সরতে পারে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলি

এদিন প্রথমে ব্য়াট করতে নেমে শতরান করেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ ৷ শান্তর সংগ্রহ 105 বলে 104 ৷ অন্যদিকে 119 বলে 112 রানের ঝকঝকে ইনিংস গড়ার পর আহত হয়ে মাঠ ছাড়েন মেহেদি ৷ যেই ফর্মে ব্যাট করছিলেন, তিনি মাঠে থাকলে আফগানদের লজ্জা আরও বাড়ত ৷ দুই ব্যাটার ক্রিজ ছাড়ার পর শেষের দিকে মুশফিকুর রহিম (15 বলে 25 রান) ও শাকিব আল হাসানের (18 বলে 32 রান) দৌলতে বড় ইনিংস গড়ে ‘বেঙ্গল টাইগার’ ৷

কোন অঙ্কে সুপার ফোরে বাংলাদেশ ?

দু’ম্যাচের শেষে বাংলাদেশের সংগ্রহ 2 পয়েন্ট ৷ এই মুহূর্তে এক ম্যাচ জিতে শ্রীলঙ্কার সংগ্রহ 2 পয়েন্ট ৷ ফলে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিলে সরাসরি সুপার ফোরে যাবে বাংলাদেশ ৷ অন্যদিকে, যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে তিন দলেরই পয়েন্ট সমান হবে ৷ সেক্ষেত্রে বিচার্য হবে রানরেট ৷ যদিও বড় ব্যবধানে জিতে নেট রানরেট (+0.373) বাড়িয়ে ফেলেছে বাংলাদেশ ৷ ফলে আফগানিস্তান (-1.780) বিরাট ব্যবধানে শ্রীলঙ্কাকে না উড়িয়ে দিলে শাকিবদের সুপার ফোর একরকম পাকা ৷

Last Updated : Sep 4, 2023, 10:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details