নয়াদিল্লি, 19 মে : বিতর্কিত ‘‘স্যান্ড পেপার গেট’’ কাণ্ডে নতুন কোনও তথ্য নেই ক্যামেরন ব্যানক্রফ্ট কাছে ৷ কয়েকদিন আগে ইংল্যান্ডের একটি দৈনিকে ব্যানক্রফ্ট একটি সাক্ষাৎকার ছাপা হয় ৷ সেখানে অজ়ি ক্রিকেটারের কথায় চাঞ্চল্যকর ইঙ্গিত পাওয়া যায় ৷ বল বিকৃতি কাণ্ডে অজ়ি বোলাররা জড়িত থাকার সন্দেহ মাথাচাড়া দিয়ে ওঠে ৷ ফলে ফের নড়চড়ে বসে ক্রিকেট অস্ট্রেলিয়া সহ গোটা ক্রিকেট বিশ্ব ৷
বর্তমানে অজ়ি দলে নেই ব্যাঙ্করফ্ট ৷ তবে কাউন্টি ক্রিকেট খেলছেন তিনি ৷ সেখানেই একটি সংবাদ পত্রে সাক্ষাৎকার দেওয়ার সময়, তাঁর কথায়, 2018 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বল বিকৃতির ঘটনায় অজ়ি বোলারদের জড়িয়ে থাকার ইঙ্গিত মেলে ৷
নড়েচড়ে বসে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সোমবারই ঘটনার তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল ক্যামেরন ব্যানক্রফ্ট সঙ্গে দেখা করেন ৷ জানতে চাওয়া হয় স্যান্ডপেপার কাণ্ড নিয়ে তাঁর কাছে আর নতুন কোনও তথ্য আছে কিনা ৷