ঢাকা, 8 ডিসেম্বর: বাংলাদেশ সফরের (BAN vs IND) মাঝপথেই দেশে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে পাওয়া যাবে না ভারত অধিনায়ককে (Rohit Sharma Returns to India Due to Thumb Injury) ৷ এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কোচ রাহুল দ্রাবিড় ৷ চোটের কারণে, বাকি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মিডিয়াম পেসার দীপক চাহার এবং পেসার কুলদীপ সেন ৷
দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় স্লিপে ক্যাচ ধরতে গিয়ে তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লাগে ৷ হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, আঙুলের হাড় সরে গিয়েছে ৷ পাশাপাশি, আঙুলে কেটে যাওয়ায় বেশ কয়েকটি সেলাই পড়েছে রোহিতের ৷ তবে হাতে চোট নিয়েও বাংলাদেশের বিরুদ্ধে দারুণ লড়াই করেন রোহিত । তবে শেষমেশ হারতে হয় ভারতকে ।
টেস্ট সিরিজে রোহিত খেলবেন কি না তা নিয়ে কিছু জানাননি রাহুল ৷ সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, রোহিতের আঙুলের হাড় সরে গিয়েছিল ৷ পাশাপাশি, কেটে যাওয়ায় হাতে সেলাই পড়েছে তাঁর ৷ ফলে তৃতীয় একদিনের ম্যাচে রোহিতকে ছাড়াই মাঠে নামবে ভারত ৷ এই মুহূর্তে রোহিত মুম্বই ফিরছেন ৷ সেখানে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করবেন ভারত অধিনায়ক ৷ সব ঠিক থাকলে রোহিত টেস্ট ম্যাচের আগে ফিরতে পারেন ৷ তবে, পুরোটাই নির্ভর করছে তাঁর হাতের পরিস্থিতির উপর ৷ দ্রাবিড় জানান, তিনি নিশ্চিত নন, রোহিত শর্মাকে টেস্ট সিরিজে দল পাবে কিনা ৷