পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

BAN vs IND 2nd Test: শ্রেয়স-অশ্বিনের ব্যাটে দ্বিতীয় টেস্টে কষ্টার্জিত জয়, 2-0 সিরিজ ভারতের - চেতেশ্বর পূজারা

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে 2-0 ফলে সিরিজের দখল নিল ভারত (Test India Win by 3 Wickets Against Bangladesh) ৷ চতুর্থদিনের সকালে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ সেখান থেকে শ্রেয়স এবং অশ্বিন ভারতকে 3 উইকেটে জয় এনে দেন ৷

India Win by 3 Wickets Against Bangladesh  ETV BHARAT
শ্রেয়স-অশ্বিনের ব্যাটে দ্বিতীয় টেস্ট জয় ভারতের

By

Published : Dec 25, 2022, 11:02 AM IST

Updated : Dec 25, 2022, 11:44 AM IST

মীরপুর, 25 ডিসেম্বর: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) ব্যাটে ভর করে বাংলাদেশের বিরুদ্ধে মীরপুর টেস্টে জয় ভারতের (Test India Win by 3 Wickets Against Bangladesh) ৷ 3 উইকেটে টেস্ট জিতে সিরিজ দখল ভারতের ৷ এদিন হারের মুখ থেকে ভারতকে বাঁচালেন শ্রেয়স-অশ্বিন জুটি ৷ একটা সময় মাত্র 74 রানে 7 উইকেট পড়ে গিয়েছিল ভারতের ৷ সেখান থেকে দু’জনের 71 রানের পার্টনারশিপে ম্যাচ জেতে ভারত ৷ রবিচন্দ্রন অশ্বিন ম্যাচের সেরা হয়েছেন ৷ সিরিজ সেরা হয়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ৷

তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল 4 উইকেট হারিয়ে 45 রান ৷ জয়ের জন্য চতুর্থদিনে প্রয়োজন ছিল 100 রান ৷ আর হাতে ছিল 6 উইকেট ৷ মীরপুরের ঘূর্ণি পিচে যা 300 রানের সমান ছিল ৷ গতকালের দুই নাইট ওয়াচম্যান অক্ষর প্যাটেল এবং জয়দেব উনাদকট ভারতের ইনিংস শুরু করেন ৷ দু’জনে শুরুটা ভালোই করেছিলেন ৷ বিশেষত, উনাদকট ৷ তিনি একটি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মেরে বাংলাদেশ বোলারদের চাপে ফেলেন ৷ কিন্তু, শাকিবের বলে উনাদকট 13 রানে লেগ বিফর হতেই ধস নামে ভারতের ইনিংসে ৷

এর পর ঋষভ পন্থ 9 রান এবং অক্ষর প্যাটেল 34 রানে ফিরে যান ৷ মাত্র 74 রানে 7 উইকেট পড়ে যায় ভারতের ৷ সেখান থেকে ইনিংস সামলান শ্রেয়স আইয়ার এবং রবিচন্দ্রন অশ্বিন ৷ প্রথমের কয়েক ওভার সামলে খেলেন দুজন ৷ এর পর প্রতি আক্রমণে যান দু’জনে ৷ শ্রেয়স 46 বলে 29 অপরাজিত এবং অশ্বিন 62 বলে 42 রানে অপরাজিত থাকেন ৷ শাকিব আল হাসান 2 উইকেট নিয়েছেন ৷ মেহিদি হাসান মিরাজ 5 উইকেট নিয়েছেন চতুর্থ ইনিংসে ৷

মীরপুর টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান ৷ বাংলাদেশ টেস্ট দলে কামব্যাক করা মমিনুল হক 84 রানের ইনিংস খেলেন ৷ একমাত্র তিনিই ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ দেখান ৷ বাকি কেউ দাঁড়াতে পারেননি ৷ মাত্র 227 রানে অলআউট হয়ে যায় বাংলা টাইগাররা ৷ ভারতের হয়ে 4 উইকেট নেন উমেশ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন ৷

আরও পড়ুন:45 রানে 4 উইকেট হারিয়েও লড়াইয়ে ভারত, জয়ের জন্য প্রয়োজন আরও 100

জবাবে ভারত 314 রান করে প্রথম ইনিংসে ৷ ঋষভ পন্থ 93 এবং শ্রেয়স আইয়ার 87 রান করেন ৷ শাকিব এবং তাইজুল 4টি করে উইকেট নেন ৷ ভারত প্রথম ইনিংসে 87 রানে এগিয়ে থেকে শুরু করে ৷ আর সেই চাপ শুরু থেকেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে দেখা যায় ৷ মাত্র 231 রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ৷ লিটন দাস 73 রান করেন ৷ ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট নেন অক্ষর, অশ্বিন ও সিরাজ 2টি এবং উমেশ ও উনাদকট 1টি করে উইকেট নেন ৷ জবাবে 7 উইকেট হারিয়ে জয়ের 145 রান তুলে নেয় ভারত ৷

ম্যাচে মোট 6 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতানো 42 রানের ইনিংস খেলে সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ সিরিজ সেরা হয়েছেন চেতেশ্বর পূজারা ৷ প্রথম টেস্টে পূজারা 90 এবং 102 অপরাজিত ইনিংস খেলেন ৷

Last Updated : Dec 25, 2022, 11:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details